কলকাতা: আগামীকাল ৮ ফেব্রুয়ারি। শনিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল। 

তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): দিন ভাল কাটবে। ব্যবসার ক্ষেত্রে বড় দায়িত্ব নিতে হতে পারে। স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘুরতে হবে। নাহলে আরও বিগড়ে যেতে পারে। ভাষা এবং ব্যবহারের বিষয়ে সতর্ক হতে হবে। কাজের বিষয়ে আরও বেশি মন দিতে হবে। শোনা কথা বিশ্বাস করবেন না। 

বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। বন্ধুর থেকে চমক পেতে পারেন। চাকরির সুযোগ আসতে পারে। বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন। কাউকে টাকা ধার দেবেন না। শ্বশুর বাড়ির তরফে কারও সঙ্গে ঝামেলা হতে পারে। 

ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কেরিয়ারে আরও বেশি নজর দিতে হবে। আপনার মনের ইচ্ছে পূরণ করবে সন্তান। সন্তানের স্বার্থে টাকাপয়সা নিয়ে পরিকল্পনা করতে হবে। সন্তানের ভবিষ্য়তের জন্য বিনিয়োগ করতে হবে। কারও থেকে কোনও সাহায্য চাইলে সহজেই পেয়ে যাবেন। অযথা ঝামেলা করবেন না। 

মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): মন ভাল থাকবে। আপনার চারপাশের পরিবেশ ভাল থাকবে। পরিবারের কেউ কোনও পরামর্শ দিলে তা অবশ্য়ই মেনে চলতে হবে। ব্যবসার কাজে দূরে কোথাও যেতে হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। আপনার কথায় গুরুত্ব দেবেন পরিবারের সদস্যরা। কোনও তথ্য কাউকে বলবেন না।

কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ব্যবসায় ভাল ফল পাবেন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। কাজের জন্য ভাল দিন। পরিবারের কেউ টাকা ধার চাইতে পারেন। কাজের বিষয়ে আরও বেশি মন দিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। 

মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): শারীরিক দুর্বলতা থাকবে। কাজের ক্ষেত্রে টালমাটাল পরিস্থিতি। বিনোদনে অংশ নিতে পারবেন বন্ধুদের সঙ্গে। কারও সঙ্গে দেখা হলে অনুপ্রেরণা জোগাবে। ব্যবসায় শত্রু বৃদ্ধির আশঙ্কা। পরিবারের কোনও সদস্য পুরস্কৃত হতে পারেন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।