কলকাতা: আগামীকাল ৩০ জানুয়ারি। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): যে কোনও কাজের ফল পাবেন। কাউকে টাকা ধার দেবে না। সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে। কাজের গতি কমবে। তাতে সমস্যা বাড়তে পারে। ভেবেচিন্তে পা ফেলতে হবে। আপনার মাথায় কী চলছে তা বলতে হবে সঙ্গীকে। উন্নতির শিখরে পৌঁছতে পারবেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ব্যবসার কাজে আরও মন দিতে হবে। পার্টনারশিপে ব্যবসা করতে পারেন। নতুন কোনও কাজ শুরু করলে তাতে মন দিকে হবে। সন্তানের থেকে ভাল খবর পাবেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কাজে এনার্জি থাকবে তুঙ্গে। পারিবারিক অশান্তি মেটাতে একসঙ্গে কথা বলতে হবে। লক্ষ্য স্থির থাকতে হবে। ঋতুকালীন রোগের প্রকোপ দেখা দিতে পারে। বাড়ির কারণে প্রচুর অর্থ ব্যয়। গুরুত্বপূর্ণ তথ্য কাউকে জানাবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): ব্যস্ততায় কাটবে দিনভর। পারিবারিক সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না। আপনার আচরণে খারাপ লাগতে পারে সঙ্গীর। লক্ষ্যে স্থির থাকতে হবে। পরিবারে বড়দের সাহায্য পাবেন। কাজের প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। পরিবারের কোনও সদস্যের বিয়ে ঠিক হতে পারে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): নতুন কাজে অংশ নিতে পারেন কুম্ভ রাশির জাতকরা। ব্যবসায় কাউকে যোগ করতে পারেন। পুরনো ভুল নিয়ে দুশ্চিন্তায় ভুগতে পারেন। কোনও কাজে অন্যের উপর নির্ভরশীল হলে শেষ করতে সমস্যা হবে। মনে হিংসা এবং ঘৃণা রাখবেন না। আর্থিক বিষয়ে পরিকল্পনা করতে হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কোনও কাজে হাত দিলে তার ফল পাবে। বিশেষ কারও সঙ্গে দেখা হতে পারে। শ্বশুরবাড়ির কারও কাছ থেকে কোনও কাজের জন্য টাকা ধার করলে তা পাবেন। যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পুরষ্কার পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।