কলকাতা: কেমন যাবে আগামিকাল? দিনটি শুরুর আগেই জেনে নিন কী আছে আপনার ভাগ্যে।
মেষ- আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও সামলে নিতে পারবেন। তার জন্য তারিফ ও পাবেন। বুদ্ধির প্রখরতাই পার করবে সব বৈতরণী। পারিবারিক বিবাদের সমাধান হবে, শুধু উন্নতির চেষ্টা চালিয়ে যান। আজ আর্থিক লাভ হতে পারে, তবে একইসঙ্গে আবার খরচও হতে পারে। ঘনিষ্ঠ কারও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
বৃষ- নিজের শারীরিক সমস্যা নিয়েও উদ্বেগ থাকতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন, অন্যথায় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যকে সাহায্য করুন। কর্মক্ষেত্রে দায়িত্বের পরিবর্তনের আশা করতে পারেন।
মিথুন- ইতিবাচক চিন্তা ধরে রাখুন। মানসিক চাপ দূর করতে মেডিটেশন জরুরি। জীবিকার ক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সমস্ত চেষ্টাটুকু দিয়ে কাজ করুন। কম পরিশ্রমে বেশি ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, আজকের গ্রহ পরিস্থিতি আপনার অনুকূলে । বন্ধুদের সহযোগিতা পাবেন।
কর্কট- চাকরি ক্ষেত্রে ভাল অফার পাওয়ার সম্ভাবনা। পরিস্থিতি যদি আপনার বিরুদ্ধে হয়, তবে বাড়ির বড়দের পরামর্শ আপনার জন্য খুব সহায়ক হবে। কঠোর পরিশ্রম ধরে রাখুন। নিজের জ্ঞানের জন্য উদ্ধত ভাব দেখাবেন না। আনন্দের খবর আসতে পারে।
সিংহ- খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখুন। বাড়ির সদস্যদের নেতিবাচক কথা বলবেন না, তা না হলে তাদের আত্মসম্মানে আঘাত লাগবে। আপনাকে গুরুত্বপূর্ণ কাজে বেশি মনোযোগ দিতে হবে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে অসন্তুষ্ট হতে পারেন, তার জন্য প্রচেষ্টা থামালে চলবে না।
কন্যা- অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন, অন্যথায় অপ্রীতিকর ঘটনা ঘটবে। বসের কথাগুলো বেশি করে মনে রাখতে হবে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। মন শান্ত রাখুন। অনেক কাজ সহজ হবে। আজ কর্মক্ষেত্রে চাপ কম থাকতে পারে। তাই পড়ে থাকা কাজ সারতে পারেন।
তুলা- অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা। পারিবারিত দায়িত্ব এড়িয়ে যাবেন না। এর থেকে জীবনের শিক্ষা নিন। কোনও কাজে দূরে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন । আজ বিনিয়োগ না করলেই ভাল। ধার করবেন না। কর্মক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলুন। দায়িত্ব ভার নিয়ে নিজেকে ভারাক্রান্ত করবেন না।
বৃশ্চিক- এই দিনে ভাল বার্তা পাওয়ার সম্ভাবনা। উচ্চাকাঙ্ক্ষা কমানোই বুদ্ধিমানের কাজ হবে। অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। মানসিক চাপ এড়াতে বই পড়ুন। কর্মক্ষেত্রে বিবাদ থেকে দূরে থাকুন।
ধনু- আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভাল যেতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পাওনা আদায় হতে পারে। তবে যাঁরা চাকরি করেন, তাঁদের অফিসে কোনও সমস্যা হতে পারে। খরচ বাড়তে পারে।
মকর- আজকের দিনটি বিশেষ শুভ। আর্থিক ক্ষতি হতে পারে,পরিবারেও অশান্তির আশঙ্কা। পরিবারে সুখ-শান্তি নষ্ট হবে। তবে কারও সহায়তা পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। বিকেলের পর পরিস্থিতির উন্নতি হতে পারে।
মকর- এই দিনটি ব্যবসায়ীদের জন্য ভাল। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে। বিভিন্ন কারণে খরচ বাড়তে পারে। পরিবারে অশান্তির আশঙ্কা। অসুস্থতার জন্য সমস্যা হতে পারে। আজ আর্থিক লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকার আশা রয়েছে। পড়ুয়াদের জন্যও আজকের দিনটি শুভ। আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভাল।
কুম্ভ- যাঁরা চাকরি করেন, তাঁদেরও উন্নতির আশা রয়েছে। পরিবারে কোনও সমস্যা হতে পারে। অকারণে কিছু খরচ হতে পারে। আজ ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। এখনই নতুন কোনও বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়াই ভাল।