মেষ: বেসরকারি সংস্থায় যাঁরা কাজ করছেন, তাঁরা মিথ্যা অভিযোগ থেকে সতর্ক থাকুন। যাঁদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক হন। যদি যৌথ উদ্যোগে কোনও কাজ করছেন, তবে চলতি সপ্তাহে সতর্ক থাকুন। কারণ, পার্টনারের সঙ্গে আপনার দ্বন্দ্ব দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবীদের সময়টা অনুকূলে নাও যেতে পারে। কারণ, অফিস-রাজনীতি।


বৃষ: চলতি সপ্তাহটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। সময়টা অনুকূলে নেই। তাই যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন, তাঁরা আপাতত অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। ছাত্রদের মনযোগে সমস্যা হতে পারে। সরকারি কর্মীদের বদলির সম্ভাবনা রয়েছে।  কর্মক্ষেত্রে কোনও বাদানুবাদে জড়াবেন না। ছাত্ররা আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। দুর্বল বোধ করতে পারেন। 


মিথুন: উৎসাহ বা ক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। যাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন, তাঁরা সময়টা উপভোগ করবেন। ভালবাসার মানুষের সঙ্গে ছোটখাট ভ্রমণের সুযোগও রয়েছে। ছাত্রদের মনযোগের উন্নতি হবে। 
আর্থিক অবস্থা ভাল হবে। আপনার মায়ের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। গলায় ও চোখের সমস্যা দেখা দিতে পারে।


কর্কট: যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁদের পজিশন ধরে রাখায় সমস্যা হতে পারে। নিজেদের কথামতো কাজ করতে সমস্যা হতে পারে। যার জেরে আপনাকে নিয়ে খারাপ প্রভাব তৈরি হবে। যাঁরা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাঁদের পক্ষে সময়টা ভাল। ভাই-বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। তাঁদের কাছ থেকে প্রাপ্য সম্মান নাও পেতে পারেন। কর্মস্থানে সিনিয়র ও সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সমর্থন নাও পেতে পারেন। 


সিংহ: সাফল্যের জন্য নিজের সেরাটা দেবেন। সমস্ত বাধা চলে যাবে। ঝুলে থাকা সব কাজ শেষ করে ফেলবেন। চলতি সপ্তাহে আপনার যোগ্যতা প্রমাণিত হবে। কমিউনিকেশনে সাহসী হয়ে উঠবেন। ছোটদের সাহায্য করবেন। শরীরে যন্ত্রণা হতে পারে। বিশেষ করে কাঁধে। 


কন্যা: এসপ্তাহে অনেক খরচ করে ফেলতে পারেন। যার প্রভাব পড়বে আপনার সঞ্চয়ে। আর্থিক বিষয়ে সতর্ক হন। ছোট ভ্রমণে যেতে পারেন। বন্ধুদের সঙ্গে ইগোর সমস্যা হতে পারে। ওয়ার্ক-আউট রুটিন অনুসরণ করুন। তাতে আপনার শক্তি ও মানসিক সন্তুষ্টি থাকবে।


তুলা: নিজের দর্শন ও ব্যক্তিত্ব নিয়ে সতর্ক থাকবেন। আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কাছে পরিষ্কার থাকবেন। নতুন প্রোজেক্টে উদ্যোগ নেবেন। পরিবারের সঙ্গে বিবাদে জড়াতে পারেন। তবে যদি আপনি তাঁদের বক্তব্য বোঝার চেষ্টা করেন, তাহলে সমস্যা কেটে যেতে পারে। 


বৃশ্চিক: চলতি সপ্তাহে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আপনি সাহসী থাকবেন। যাঁরা বহুজাতিক সংস্থায় কাজ করছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল থাকবে। যাঁরা সরকারি চাকরি করেন, তাঁরা সিনিয়রদের ক্রোধের শিকার হতে পারেন। যার প্রভাব পড়বে পারফরম্যান্সে। ছোটদের প্রতি যত্নবান থাকবেন। তবে, আর্থিক বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। 


ধনু: বিকল্প আয়ের জন্য শুভ সময়। নিজের শখ প্রতিপালন করতে পারেন। জ্ঞান বাড়বে। যাঁদের নিজস্ব ব্যবসা, তাঁরা আয়ের নতুন উৎস সন্ধান করতে পারেন। যাঁরা চাকরি করেন, তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করতে পারেন। চলতি সপ্তাহে মতপার্থক্যের জেরে বাবার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তাই কোনও কিছুতে প্রতিক্রিয়া না জানিয়ে শান্ত থাকুন। চোখ ও পায়ের সমস্যায় ভুগতে পারেন।


মকর: চলতি সপ্তাহটা মিশ্রভাবে কাটবে আপনার। এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। পৈত্রিক সম্পত্তি থেকে লাভ হতে পারে। যদি ব্যবসা করছেন, তাহলে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। বাবার শরীরের যত্ন নিন। যদি সরকারের সঙ্গে কোনও কাজ করছেন, তাহলে সতর্ক থাকুন। 


কুম্ভ: চলতি সপ্তাহে বিবাহিতদের সম্পর্কে অসন্তোষ দেখা দিতে পারে। সঙ্গীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। তাই আগাম ব্যবস্থা নেওয়া দরকার। কর্মস্থানে কাজের চাপ বাড়বে। যার জেরে উদ্বেগ বাড়বে। হতাশ হয়ে পড়বেন না। 


মীন: অন্যের সঙ্গে ব্যবহারে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন। চলতি সপ্তাহে পরিবারের অনেকেই আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন না। কারণ, তাঁরা আপনাকে আত্ম-কেন্দ্রীক ভাববেন। এই সময়ে কঠোর পরিশ্রমের ফল পাবেন ছাত্ররা।  যদিও আপনাকে এটা বুঝতে হবে যে, নিজের ক্ষমতার বেশি খরচ করলে আপনার সমস্যা হবে।