রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে (Murshidabad Medical College) শিশু বদলের অভিযোগ। বহরমপুর থানা (Baharampur Police Station) ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করল নবগ্রামের প্রসূতির পরিবার। তদন্ত কমিটি গড়ে শিশুর DNA পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


শিশু বদলের অভিযোগ: সরকারি হাসপাতালে ফের শিশু বদলের অভিযোগ। DNA পরীক্ষার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে! হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার এখানে সন্তানের জন্ম দেন নবগ্রামের এক বধূ। প্রসূতির পরিবারের দাবি, প্রথমে পুত্র সন্তান দেখালেও পরে কন্যা সন্তান হয়েছে বলে জানানো হয়। 


এর পরই বহরমপুর থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন প্রসূতির পরিবার। প্রসূতির স্বামী জানাচ্ছেন, বাচ্চা জন্মানোর পর আমাকে পুত্র সন্তান দেখানো হয়েছিল। পরে সেটা কী করে মেয়ে হয়ে গেল? আমার বাচ্চা বদল করে দেওয়া হয়েছে। প্রসূতির পরিবারের তরফে অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Bankura News: রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স


কমিটির সুপারিশ অনুযায়ী, শিশুর DNA পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার ও ভাইস প্রিন্সিপাল সুপ্রতীক চক্রবর্তীর কথায়, পরিবার DNA পরীক্ষা চেয়েছিল। সেই মতো অভিযোগ করেছে। আমরা তদন্ত কমিটি গড়েছিলাম। সেখানেই ৡঅ ও টেস্টের আবেদন মেনে নেওয়া হয়েছে। নিয়ম মেনে DNA টেস্ট হবে। 


এসএসকেএমে সাফল্য: কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে, স্ট্রোকে আক্রান্ত রোগিণীর হার্ট থেকে বাদ দেওয়া হল টিউমার। এসএসকেএমে জটিল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রোগিণী।


এই একইদিনে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাদক কারবারের প্রতিবাদ করায় এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। হামলার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। এলাকায় মাদক কারবারের রমরমার জন্য পুলিশকেই দায়ী করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক।