কলকাতা : সব সময় দিনের শুরুই যে বাকি দিন কেমন কাটবে তা বলে দিতে পারবে এমনটা নয়। হয়ত দ্বিতীয় ভাগে বদলে যেতে পারে জীবন। রাশিফল শুধুই সম্ভাবনার কথা বলে। দিন কেমন কাটবে, তা ব্যক্তিগত ভাগ্য। 

মেষ-
বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সামাল দিতে হতে পারে। প্রত্যাশা ছাড়াই সঙ্গীর কাছ থেকে  ভাললাগার সময় উপহার পেতে পারেন। বিকল্প কোনও কাজের সন্ধান পেতে পারেন। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। বিনিয়োগ নিয়ে চিন্তা করুন। 


বৃষ - পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা জরুরি। পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটতে পারে। পড়ুয়াদের এখনই আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। উচ্চশিক্ষার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।


মিথুন- ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। তবে, অংশীদারী ব্যবসায় এখনই বড় বিনিয়োগ না করাই শ্রেয়। অত্যধিক রাগ সমস্ত কিছু মাটি করে দিতে পারে। লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যাওয়া দরকার। 


কর্কট - প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। অতিরিক্ত তর্ক এড়ান। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচ এড়ান। সঞ্চয়ে বাধা আসতে পারে।  


সিংহ- উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে।


কন্যা - ব্যবসায় চিন্তা বৃদ্ধি। তাড়াহুড়ো করায়  বুদ্ধিনাশের আশঙ্কা।  সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বৃদ্ধি হতে পারে। নতুন বন্ধুত্ব আজ এড়িয়ে চলুন। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি। বাড়তি খরচের ব্যাপারে সতর্ক থাকুন। নানা বিষয়ে চিন্তা বাড়বে। 


তুলা - উপকারের বিনিময়ে কাঙ্খিত ধন্যবাদ নাও পেতে পারেন। উল্টে অপমানিত হতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। কাজে মন দিন। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। বাইরের লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে।


বৃশ্চিক - কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনও পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। অচেনা ব্যক্তির সঙ্গে কথা বলার আগে সাবধান। দিনের দ্বিতীয়ভাগে আর্থিক পরিস্থিতি চিন্তামুক্ত করতে পারে। 

ধনু - কোনও সুখবর পেতে পারেন। অলসতায় কোনও শুভ যোগ হাতছাড়া হতে পারে। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন।


মকর - সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটতে পারে। কোনও বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে মানসিক চাপ বৃদ্ধি। মেজাজ সংযত রাখা প্রয়োজন। আচমকা হাতে টাকা আসতে পারে। একাধিক উপায়ে আয়ের আগে সাবধানতা প্রয়োজন। 


কুম্ভ - ব্যবসায়ীদের কোনও বাণিজ্যিক বা আইনি নথিতে সই করা থেকে বিরত থাকাই ভালো। কারণ, এতে  ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ।  

মীন - আপনার মনোভাব ইতিবাচক থাকবে এবং লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে পারবেন। সেজন্য যে কোনও পরিস্থিতিতে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে।  দামী সামগ্রীর খেয়াল রাখুন। কারণ, হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়ার আশঙ্কা