কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। শুক্রবার কেমন কাটবে, তার আগাম ঝলক আজকের রাশিফলে। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে। তবে এসবই সম্ভাবনা মাত্র।
মেষ : আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করুন। অন্যথা, তা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি করবে।যাঁরা ব্যবসা করছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল। বাবার সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে। সন্তানদের কারণে খুশি থাকতে পারেন। যদিও আগ্রাসী মনোভাবের কারণে বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে।
বৃষ : ঘুমের বা পেটের সমস্যায় ভুগতে পারেন। বাবার শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়তে পারে। যেখানে সেখানে টাকা বিনিয়োগ করবেন না। সময়টা ভাল নয়।
মিথুন : সরকারি প্রকল্প থেকে উপকৃত হবেন। যাঁরা পার্টনারশিপে ফার্ম চালাচ্ছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল। এসপ্তাহে আয়ের থেকে ব্যয় বেশি হবে সতর্ক না হলে । কারণ, স্বাস্থ্যখাতে আপনার খরচ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কারণ,যদি আপনার সঙ্গী কাজ করেন, তাহলে এই সময়পর্বে তাঁর বেতন বাড়তে পারে।
কর্কট : ক্ষমতাশীল কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। যার জেরে আপনার ভাবমূর্তি আরও ভাল হবে। পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন। যাঁরা চাকরি পাল্টাতে চাইছেন, তাঁরা সক্রিয় ভাবে চেষ্টা চালান।
সিংহ : শরীর খারাপ থাকার জন্য মন খারাপ। প্রেমে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে।
কন্যা- ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন।
তুলা - বাড়তি কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মন খারাপ। কারও সমালোচনায় না যাওয়াই ভাল, অশান্তি হতে পারে।
বৃশ্চিক - যাঁরা শিল্পের কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে।
ধনু : ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। আর্থিক চিন্তা বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা।
মকর : পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখুন। শিক্ষার্থীরা সাধারণত এই সপ্তাহ থেকে উপকৃত হবে । সংক্রমণের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন।
কুম্ভ রাশি : পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করা আপনার আর্থিক পরিস্থিতির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিবাহিতরা তাদের সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারে, যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা উচিত। পেটের সমস্যা থেকে সাবধান।
মীন : অতিরিক্ত চিন্তিত থাকতে পারেন এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। যদি বিদেশে কাজ করছেন, তাহলে জীবন কষ্টকর হয়ে উঠবে। গলায় সংক্রমণ থেকে সতর্ক থাকুন।