কোন কোন রাশির ভাগ্য ভাল থাকবে আগামীকাল, দেখে নেওয়া যাক। 


মেষ রাশি - কালকের রাশিফল (Mesh Rashi)


মোটের উপর ঠিকঠাক থাকবে কালকের দিন। সহকর্মীর সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। চাকরি করেন যাঁরা, সহকর্মীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্য থাকবে ভাল। শারীরিক কষ্ট থাকবে না। ব্যবসা চলবে ভাল। ব্যবসায় নতুন শাখা খুলতে চাইলে দিন ভাল। বাড়িতে অতিথি আসতে পারেন কাল। মন ভাল থাকবে ফলে। পড়ুয়াদের জন্য কালকের দিন শুভ।


বৃষ রাশি - কালকের রাশিফল (Brisha Rashi)


চাকরি যাঁরা করেন, কর্মক্ষেত্রে সাবধানে থাকুন। কারো সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন। যা আধিকারিকদের কাছেও পৌঁছে যেতে পারে। স্বাস্থ্যের কথা বললে, কাল সেরকম কিছু হবে না। ভাল থাকবে স্বাস্থ্য। শারীরিক কষ্টও থাকবে না। তবে কোনও কারণে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হতে পারে। বাড়িতে মঙ্গল অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আনন্দে মজবেন বাড়ির সদস্যরা। ভাল কাটবে প্রেমজীবন।


মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)


ভাল কাটবে কালকের দিন। কাল কর্মক্ষেত্রে খুব ভাল কাজ করে প্রশংসা কুড়োতে পারবেন। ফলে মন ভাল থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। মন ভারাক্রান্ত থাকবে নয়তো। মাথার যন্ত্রণাতেও ভুগতে পারেন। ব্যবসায়ীদের ভাল কাটবে কাজ। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। ভাল কাটবে প্রেমজীবন।


কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)


চাকরি যাঁরা করেন, তাঁদের কেউ কেউ নানা কারণে বীতশ্রদ্ধ  হয়ে চাকরি বদলানোর কথা ভাবতে পারেন। ভাল চাকরি পেতেও পারেন। স্বাস্থ্য ভাল থাকবে কাল। তবে গরম থেকে বাঁচুন। খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোই ভাল। ব্যবসায় কাল থাকবে কাজের চাপ। বেশি কারণে বাড়বে ক্লান্তিও। ছোট ব্যবসায়ীদের জন্যও কালকের দিনটি ভাল। কেরিয়ারে ফোকাস করুন যুবক-যুবতিরা। সুখ-শান্তি বজায় থাকবে কাল। কষ্ট থাকবে না। তবে অহেতুক আর্থিক খরচ থেকে বাঁচুন।


সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)


চিন্তায় কাটতে পারে কালকের দিন। দফতরে ঝগড়া হয়ে যেতে পারে কারো সঙ্গে। কথায় সংযম জরুরি। নয়তো কথা অনেকদূর বাড়তে পারে। আপনার স্বাস্থ্য খুব একটা যে ভাল থাকবে তা নয়। চিকিৎসকের সঙ্গে শলা পরামর্শ সেরে নিন। ব্যবসায়ীদের জন্য মোটামুটি চলবে দিন। পেটের ব্যাপারে নজর রাখুন। সহজপাচ্য খাবার খান। মনে শান্তি কাড়তে পারে  ছোটখাটো কোনও ঘটনা। জীবনসঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন। প্রেমজীবন আশা-আশঙ্কার দোলাচলে কাটতে পারে।


কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)


কর্মক্ষেত্রে মান-সম্মান বজায় থাকবে। মনে থাকবে খুশি। স্বাস্থ্য ভাল থাকবে। তবে ব্লাড প্রেশার বা সুগারের রোগী হলে, সময়ে ওষুধ খান। 


ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন কাল। নয়তো ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। পরিবারে ভাল কাজ হতে পারে কাল। 


যাতে করে মন খুশি থাকবে। ছোট বাচ্চার চোট আঘাত লাগতে পারে কাল। ওদের খেলার সময় চোখে চোখে রাখুন। আর্থিক দুরবস্থার শিকার হতে পারেন। ফলে মনে চিন্তা থাকবে খুব।


তুলা  রাশি -কালকের রাশিফল (Tula Rashi)
চাকরি যাঁরা করেন, উন্নতি হতে পারে। ফলে মন ভাল থাকবে। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। পেটের যন্ত্রণা ভোগাতে পারে কাল।  তাই খাওয়াদাওয়ার নিয়ন্ত্রণ থাক। ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য নতুন প্রকল্পে কাজ করতে হতে পারে। যা পুরো করতে ভুগতেও হতে পারে আপনাকে। সন্তানের কৃতিত্বে গর্বিত হওয়ার দিন হতে পারে আগামীকাল।


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর দিন কাল। আধিকারিকের নজরে পড়বেন ফলে। হতে পারে প্রমোশন। ভাল থাকবে স্বাস্থ্য়। তবে গরম  থেকে বাঁচুন আর মাদকজাতীয় পদার্থ থেকে দূরে থাকুন। পরিবার থেকে ভাল খবর শুনতেও পারেন কাল। বিয়ের প্রস্তাব আসার যোগ রয়েছে। পরিবারে কারো কথায় আঘাত পেতে পারেন। কথায় নিয়ন্ত্রণ থাক। পড়ুয়ারা পড়ায় নজর দিন। কুসঙ্গ ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকাই শ্রেয়।


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi)
মিশ্র কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁরা সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে নানা কথার প্রভাব আপনার উপর পড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে কাল। তবে সন্তানের শরীরে প্রভাব পড়তে পারে। মন ভারাক্রান্ত থাকতে পারে যে কারণে। সন্তানের চোট আঘাত লাগতে পারে কাল। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়ীরা চিন্তিত থাকতে পারেন। কাল বিনিয়োগ না করাই ভাল।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
দফতরে অনেকদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যেতে পারে। যাতে আপনার মনে সন্তোষ থাকবে। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগলে কাল আরাম পেতে পারেন। ফলে সন্তুষ্ট থাকবে মন।  ব্যবসায়ীদের জন্য কালকের দিন ভাল। তবে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া কাল কোনও বড় কাজ করবেন না।  কাল দাম্পত্য জীবনে কলহ হতে পারে। সমাজে সম্মান ও প্রভাব-প্রতিপত্তি বজায় থাকবে। আপনার সাক্ষাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গেও হতে পারে।


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)


মিশ্র কাটবে কালকের দিন। দফতরে পুরো মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। স্বাস্থ্য ভাল থাকবে। তবে পুরনো কোনও সমস্যার কারণে আপনার আপনার হাত বা পায়ে যন্ত্রণা হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল কাটবে কালকের দিন। কেরিয়ার নিয়ে সাবধানতা অবলম্বন করুন যুবক জাতকেরা। কোনও বিবাদে জড়াবেন না।  কোনও গরিবকে সাহায্য করুন কাল। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন।


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)


ভেবেচিন্তে কাজ করুন। না হলে অফিসে বকা খেতে হতে পারে। বেশি রাগ হতে পারে। শারীরিক ও মানসিক সমস্যা ভুগতে পারেন যে কারণে। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। পরিবারে সবকিছু ঠিকঠাক থাকবে কাল। সূর্যদেবের পূজা করুন কাল। পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারেন। সন্তানের তরফ থেকে ভাল থাকবে মন। তীর্থভ্রমণে যেতে পারেন। দিব্য থাকবেন ফলে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।