পড়াশোনায় মন দিন কর্কট রোগীর জাতক-জাতিকারা। মেষ রাশির জাতক-জাতিকারা বিপদ থেকে রক্ষা করতে স্মরণ করুন ভগবান হনুমানের। বাকি রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে কালকের দিন ? রাশিফলে দেখে নিন।
মেষ রাশি : মোটের উপর ভালই কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার অধীনস্থ সহকর্মীদের উপর নজর রাখতে পারেন কাল। কাল কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসা যাঁরা করেন, ধার-বাকিতে ব্যবসা না করাই শ্রেয়। পড়ুয়ারা পড়াশোনায় নজর বেশি দিন। পরিবারের কেউ আপনার উপর ক্ষুণ্ণ হতে পারেন, তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করুন। বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন আজ। বাইরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে চোট-আঘাত থেকে সতর্ক থাকুন। বিপদ থেকে রক্ষা করতে স্মরণ করুন ভগবান হনুমানের।
বৃষ রাশি : কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যাশা অনুযায়ী ফল নাও পেতে পারেন। হতাশার ভাব আসতে পারে। ব্যবসায়ীরা কালকের কাজ পূরণ করার জন্য প্রাণপনে চেষ্টা করুন। আর ধরতে হবে ধৈর্য। গ্রাহকের সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়াই ভাল। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। যাতে আপনার মন যারপরনাই আহ্লাদিত হবে। কাজের আধিক্যের জন্য ক্লান্তিভাব আসতে পারে। তাই অবসরও প্রয়োজন। কোনও দামি জিনিস সামলে রাখুন। চুরি যেতে পারে কিছু, তাই অতি সতর্ক থাকুন।
মিথুন রাশি : সামান্য সমস্যায় পড়তে হতে পারে কাল। কাল চাকরিক্ষেত্রে কাজে মন নাও বসতে পারে। কর্মক্ষমতা অনুযায়ী পদস্থ আধিকারিক আপনার কার্যক্ষেত্রে বদল আনতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। বেতন বাড়তে পারে যদিও। কাঠের ব্যবসা যারা করেন মুনাফা বেশি হতে পারে কাল। পড়ুয়ারা গুরুজনেদের কথা মেনে চলুন। যুবক-যুবতিরা ব্যবহারে বিনম্র হোন। কাজের আধিক্যের কারণে ক্লান্তিভাব আসতে পারে। বন্ধুদের সাহচর্য মিলবে কাল। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। কথায় সংযম বজায় রাখুন।
কর্কট রাশি : টার্গেট ভিত্তিক কাজ যারা করেন, তাদের জন্য কালকের দিনটি মোটের উপর ঠিক থাকবে। মন দিয়ে কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে লক্ষ্যমাত্রা। ব্যবসায় আপনার ইতিবাচক এনার্জি বেশি লাভ পেতে সাহায্য করবে। যুবক-যুবতিরা কাজে আলস্য দেখাবেন না। এতে কাজ বিগড়ে যেতে পারে। খরচে নিয়ন্ত্রণ রাখুন। অনেকদিন ধরে চলা শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ধর্ম-কর্মে মন বেশি দিলে শান্তি ও স্বস্তি উভয়ই পাবেন।
সিংহ রাশি : কাল ভাল নাও কাটতে পারে। কোনও বিষয় নিয়ে চাকরিক্ষেত্রে মনোমালিন্য হতে পারে এবং বস নারাজ হতে পারেন। বসের সঙ্গে কাল তর্কবিতর্ক করা উচিত হবে না। শুনলে ভাল। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে কাল। ফলে ভাল থাকবে আর্থিক অবস্থা। তবে খুচরো ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে সামান্য হলেও সমস্যায় পড়তে হতে পারে। সন্তানের পক্ষ থেকে কোনও সুখবর পেতে পারেন। ফলে মন ভাল থাকবে। মাংসপেশির যন্ত্রণা ভোগাতে পারে কাল।
কন্যা রাশি : চাকরি যারা করেন তাদের জন্য দিনটি মোটের উপর ভাল। উন্নতির দিশা দেখতে পারেন। কোনও সহকর্মীকে বেশি সাহায্য করতে হতেে পারে কাল। রিয়েল এস্টেটে কর্মরতরা নতুন প্রকল্প হাতে পেতে পারেন। পুরনো প্রকল্প সম্পূর্ণ হওয়ায় বেশি খুশি থাকবেন। কথাবার্তা বুঝে শুনে বলবেন। সন্তানকে নিয়ে বাড়িতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। শান্তিপূর্ণ উপায়ে মামলা নিষ্পন্ন করার চেষ্টা করতে হবে। কোমরের সমস্যায় ভুগতে পারেন। ফিজিওথেরাপিস্টের সহযোগে উপকার হতে পারে। নেতিবাচক মানুষজনের থেকে দূরে থাকুন। আপনার মনে বিষ ভরার চেষ্টা করতে পারে তারা। আখেরে ক্ষতি আপনারই হবে।
তুলা রাশি : বিদেশ থেকে আসতে পারে চাকরির অফার। কাছের কারো থেকে পেতে পারেন সুখবরও। ফলে ভাল থাকবে মন। ঠিকমতো কাজ না হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তায় থাকতে হতে পারে ব্যবসায়ীদের। অনলাইনে ব্যবসা যাঁরা করেন, লাভ পেতে পারেন। সর্দি - কাশির সমস্যায় ভুগতে পারেন। জমি সংক্রান্ত মামলার হাল হতে পারে কাল। ফলে ফুরফুরে থাকবে মন।
বৃশ্চিক রাশি : চাকরি যাঁরা করেন, সুখবর পেতে পারেন কাল। মিলতে পারে প্রমোশন। তবে কাজ নিয়ে অহংকার করবেন না। ব্যবসায়ীরা পূর্ণ উদ্যমে কাজ করে যান। নয়তো ক্ষতি হতে পারে। যুবকরা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য পূর্ণ উদ্যমে চেষ্টা চালিয়ে যান। নিজের স্বাস্থ্য নিয়ে ততটা দুশ্চিন্তা না থাকলেও বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন।
ধনু রাশি : ঠিকঠাক থাকবে কালকের দিন। চাকরি ক্ষেত্রে অনেক ব্যস্ততায় কাটবে দিনটি। টেলি কমিউনিকেশনের সঙ্গে যুক্তদের জন্য লক্ষ্যমাত্রা বেশি থাকবে। নিজের কাজে পূর্ণ মনোযোগ থাকুক। ব্যবসায়ীদের জন্য কালকের দিনটি ভাল। ফলে ভাল থাকবে আর্থিক স্থিতি। পড়ুয়ারা অসৎ সঙ্গ থেকে দূরে থাকুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। পিত্তের সমস্যায় ভুগতে পারেন। ঠান্ডা ও মশালাদার খাবার থেকে বাঁচুন। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় যাত্রায় যেতে পারেন। ফলে মন খুশি থাকবে।
মকর রাশি : রিসার্চ সেন্টারে কাজ করেন যাঁরা তাঁদের জন্য কালকের দিনটি শুভ হতে পারে। অনেকদিন ধরে থেমে থাকা কাজ কাল ফের শুরু হতে পারে। ফলে সন্তুষ্ট থাকবে মন। ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে পারেন। জমিজমায় বিনিয়োগ করতে পারেন কাল। স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন কাল। ভুগতে পারেন পেটের সমস্যায়। নতুন কোনও কাজ করতে চাইলে কালকের দিন শুভ।
কুম্ভ রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। চাকরিক্ষেত্রে তেমন কোনও টেনশন না থাকলেও কাজে ভুলচুক থেকে বাঁচুন। অন্যথা আপনার কেরিয়ারে এর প্রভাব পড়তে পারে। খুচরো ব্যবসায়ীদের চাহিদা অনেক বেশি থাকবে। যুবকেরা কাল ভেবেচিন্তে যে কোনও কাজে হাত দিন। মা-বাবার সেবা করুন। তাঁদের কথা শুনে চলুন। কেউ অহেতুক আপনার ক্ষতি করতে চাইলে চিন্তা করার দরকার নেই। ব্যুমেরাং হয়ে ফিরে আসতে পারে। গর্ভবতীরা সাবধানে থাকুন কাল।
মীন রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। অফিসে বা অফিসের বাইরে কাউকে সাহায্য করতে হতে পারে। সাহায্য করুন আর ভরপুর মানসিক শান্তি পান। রাগের বশবর্তী হয়ে কোনও কাজ করবেন না ব্যবসায়ীরা। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিচ্ছেন তো সফল হতে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। প্রয়োজনে বিশ্রাম করুন, না হলে শরীর আরও খারাপ হবে। কোনও সমস্যা থেকে বেরোতে প্রতিবেশীর সহায়তা পেতে পারেন। কোনও কারণে পুজো-পাঠ কি বন্ধ ? ফের শুরু করুন। লাভ হবে।
তথ্যসূত্র: এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।