কলকাতা: আগামীকাল ৪ জুলাই, বৃহস্পতিবার । কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): ভাল মন্দ মিশিয়ে দিন কাটবে। সময়ের অপচয় করবেন না। সময় মতো পরিকল্পনা করতে হবে ব্য়বসার ক্ষেত্রে। পুরনো কোনও রোগে ভুগতে পারে সন্তান। তা নিয়ে বাড়বে মানসিক অশান্তি।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): স্বাস্থ্যের অবনতির আশঙ্কা। কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ব্যবসার ক্ষেত্রে কোনও বড় ঝুঁকি নেবেন না। পরিবারে কারও বিয়ে নিয়ে বাধা থাকলে কেটে যাবে।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): দিনভর চড়াই উতরাই বজায় থাকবে। বকেয়া কাজ শেষ হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ তথ্য কারও সঙ্গে ভাগ করবেন না। কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণের চেষ্টা করুন। সঙ্গীকে চমক দিতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটবে। কোনও কাজে লাভ পেতে পারেন। মন খুশি থাকবে। সন্তানের কোনও সমস্য়া হলে তা মন দিয়ে শুনতে হবে। তা সমাধানের চেষ্টা করুন, নাহলে পড়াশোনা ব্যাহত হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। পরিবারের খুদে সদস্যের উপস্থিতিতে মন ভাল হবে। দূর হবে মানসিক চাপ। নতুন কিছু শুরু করার ক্ষেত্রে বাধা আসতে পারে। ব্যয় নিয়ে বাড়বে চিন্তা। তাই বুঝে খরচা করতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকলে আজ থেকে মিলবে মুক্তি। প্রিয়জনের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুন। পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নাহলে সমস্যা বাড়বে। সহকর্মীর সঙ্গে নিজের মনের কথা বলার সুযোগ পাবেন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক হতে হবে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: Lucky Zodiac Signs : অভাব, বিপদ, কিছুই স্পর্শ করে না, সব জট কাটে সহজে, ভাগ্য সবসময় এই ৩ রাশির সঙ্গে