নয়া দিল্লি: জাপানের রিও তাতসুকিকে বলা হয় ‘জাপানি বাবা ভাঙ্গা’। বাবা ভাঙ্গার মতোই তাঁর অনেক ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। জাপানে আসছে সুনামি। নতুন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কাঁপতে শুরু করেছে গোটা বিশ্ব। 

আধুনিক যুগের নতুন বাবা ভাঙ্গা তিনি। নাম রিও তাতসুকি। জাপানের বাসিন্দা। তাঁর ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। এর আগে কোভিড অতিমারি নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। যা ফলে গিয়েছিল। এবার তাঁর দাবি, ৫ জুলাই নাকি মহাপ্রলয় আসতে চলেছে। তাতসুকির দাবি, জাপান কোনও বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে। তাঁর দাবি, ৫ জুলাই জাপান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রতলের নীচে একটি ফাটল দেখা দেবে। সেই ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হবে তা ইতিপূর্ব ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের ফলে হওয়া ঢেউয়ের তিন গুণ উঁচু। 

নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গার পর রিও তাতসুকি ভবিষ্যদ্বাণীর ক্ষেত্রে নেট দুনিয়ার নতুন সেনসেশন।  বিভিন্ন সময় তাঁর নানা ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হওয়ায় রিও তাতসুকি ‘জাপানি বাবা ভাঙ্গা’ আখ্যা পেয়েছেন। ‘জাপানি বাবা ভাঙ্গা’ নামে পরিচিত রিও তাতসুকি পেশায় একজন কমিকস শিল্পী। তিনি ভবিষ্যৎ দেখতে পান বলে দাবি। ভবিষ্যতে কী ঘটতে চলেছে, তা তাঁর চোখের সামনে ফুটে উঠলে সেই সব দৃশ্য তিনি কার্টুন ছবির আকারে এঁকে রাখেন।

রিও তাতসুকি তার ' দ্য ফিউচার আই স ' বইতে ৫ জুলাই, ২০২৫ তারিখে একটি দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছেন । বইটিতে ভবিষ্যদ্বাণী করে তিনি লিখেছেন যে ৫ জুলাই জাপান এবং ফিলিপাইনের মধ্যবর্তী সমুদ্রতলদেশে একটি বিশাল ফাটল দেখা দেবে। ৫ জুলাই ২০২৫ তারিখে রিও তাতসুকির দুর্যোগের ভবিষ্যদ্বাণীতেও মানুষ বিশ্বাস করছে কারণ তার অনেক ভবিষ্যদ্বাণী অতীতে সত্য হয়েছে। এই কারণেই মানুষ তাকে জাপানি বাবা ভাঙ্গা বলে ডাকে।  

যদিও জাপানি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও তাদের বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে অক্ষুণ্ণ রয়েছে।                            

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।