গ্রহ নক্ষত্রের হিসেবে জুলাই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় কিছু রাশির আর্থিক অবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে। রাহুর ( Rahu Gochar ) গতিবিধি নিয়ে সবাই ত্রস্ত থাকে। রাহুর নেতিবাচক প্রভাব সম্পর্কে অনেকেই সচেতন।  তবে রাহু তার অবস্থা ও অবস্থান অনুযায়ী ফল দেয়। রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছে । ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতে থাকবে। তবে রাহু এবং কেতুও সময়ে সময়ে নক্ষত্র পরিবর্তন করে। 8 জুলাই রাহু শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহুর এই নক্ষত্র পরিবর্তন কয়েকটি রাশির জন্য বিশেষ ফল দিতে চলেছে।  রাহুর আশিসে বিপুল আর্থিক সুবিধা পেতে চলেছে ৩ টি রাশি। 


বৃষ রাশি 
রাহুর রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। এই রাশির অধিপতি শুক্র। শুক্রকে আবার বলা হয় রাহুর বন্ধু। এমন পরিস্থিতিতে রাহু রাশির পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য শুভ ফল দিতে চলেছে। এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন। রাহু এই রাশির জাতকদের জন্য প্রচুর আর্থিক লাভ বয়ে আনবে। এর শুভ প্রভাবের জন্য আপনার জীবনে উন্নতি হবে। আটকে থাকা কাজ শীঘ্রই সম্পন্ন হবে। আত্মবিশ্বাস বাড়বে। আয়ের নতুন উৎস পাবেন। এই রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পাবেন। 


তুলা রাশি
রাহু এই রাশির ষষ্ঠ ঘরে নক্ষত্র পরিবর্তন করবে। এটি  তুলার জাতকদের অনুকূল ফলাফল দেবে। রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে খুব শুভ ফল পাবেন তুলা রাশির জাতকরা। এই রাশির জাতকরা অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সহায়তা  পাবেন। কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করবেন। চাকরিজীবীরা রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে চমৎকার সুবিধা পেতে পারেন। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি হবে। ব্যবসায় লাভ হবে।


বৃশ্চিক রাশি
রাহুর রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই উপকারী হতে চলেছে। ব্যবসায় লাভ হবে। চাকরির সন্ধান শেষ হতে পারে। রাহু এই রাশির জাতকদের লাভের অনেক সুযোগ দেবে। আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপনি যে কোনও কাজেই সাফল্য পাবেন। রাহু আপনার প্রতি সম্পূর্ণ সদয় হতে চলেছে। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)