বৃহস্পতি দেবগুরু। তাই এই বৃহৎ গ্রহকে শুভ গ্রহগুলির মধ্যে অন্যতম বলা হয়। কুণ্ডলীতে বৃহস্পতি শুভ থাকলে সেই ব্যক্তি জ্ঞানী হন।  সাফল্য থাকে সঙ্গে।  ভাগ্য দেয় সঙ্গ।  বৈবাহিক সুখ ও সন্তান সুখ লাভ করেন। আবার এ হেন বৃহস্পতি মুখ ঘুরিয়ে নিলে জীবনে ডামাডোলের শেষ থাকে না। না থাকে মনে সুখ, সৌভাগ্য নেয় মুখ ফিরিয়ে , জ্ঞানের আলো যেন হারিয়ে যায়। লেগে থাকে দাম্পত্য কলহ। বৃহস্পতির বিপরীতমুখী গতি অনেক রাশিকে নানারকম সমস্যার সামনে দাঁড় করায় । আগামী ৯ অক্টোবর থেকে বৃহস্পতি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতি পরবর্তী  ১১৯ দিন বৃষ রাশিতে পিছিয়ে যাবে। ২০২৫ সালের  ৪ ফেব্রুয়ারি ফের বৃহস্পতির প্রত্যক্ষ গতি শুরু হবে।   বৃহস্পতির বর্তমান অবস্থা  ৪ রাশির জাতকদের জন্য খুব সমস্যা সৃষ্টি করে। অন্যদিকে আবার বৃহস্পতির এই পশ্চাদপদগতি কয়েকটি রাশিকে ভাল ফল দেবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ, সিংহ, কুম্ভ এবং মীন রাশি বৃহস্পতির এই গতিতে শুভ ফল পাবে। এই রাশিগুলির জাতকরা অপেক্ষা করুন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেলেন বলে।  আর্থিক লাভ, কর্মজীবনে অগ্রগতি । সেই দাম্পত্য সুখে ভরবে জীবন।  যাঁদের জন্য পাত্র বা পাত্রী দেখা চলছে, তাহলে এবার সঠিক মানুষের সন্ধান পেতে পারেন। 


বৃহস্পতি বিপরীতমুখী চলা  মেষ রাশির জাতকদের জন্য অশুভ ফল দিতে পারে। এই রাশির জাতকদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। আয় কমে গেলে আবার ঋণের প্রয়োজন হতে পারে। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। কর্মজীবনে উত্থান-পতন হতে পারে। বিরোধীরা আপনাকে বিরক্ত করতে ছাড়বে না। 


আপনার রাশি কি মকর ? মকর রাশির জাতকদের জন্য বৃহস্পতির বিপরীতমুখীও নেতিবাচক প্রভাবই আনবে। বেশি অর্থ উপার্জনের প্রচেষ্টা কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে না। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায়ীদেরও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে হবে। দাম্পত্য সুখ কমে যাবে। 


বৃহস্পতির বিপরীত গতি মিথুন রাশির জাতকদেক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আয়ের উৎস কমে যেতে পারে। টাকা কোথাও আটকে যেতে পারে। বিনিয়োগ করুন খুবই বুঝে শুনে । কারণ তা থেকে আপাতত কোনো লাভ হবে না। চাকরিতে একটু চাপ তৈরি হবে। মাথা ঠান্ডা রাখুন।  ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে বুঝে কথা বলুন। 
  


আরও পড়ুন, দীপাবলির আগে উল্টো পথে গুরু, ৩ রাশিতে ঢেলে দেবেন দেবী লক্ষ্মী



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে