মেষ রাশি (Mesh Rashi)- বৃহস্পতিবার দিনটি মেষ রাশির জাতকদের জন্য জটিলতায় পূর্ণ হতে চলেছে। আপনার উপর কাজের চাপ বেশি থাকতে পারে। তাতে আপনি চিন্তায় পড়ে যেতে পারেন। কোনও পরিকল্পনা নিয়ে কোথাও যেতে পারেন। কোনও পুরনো লেনদেন মিটে যেতে পারে। কোনও নতুন গাড়ি কিনতে লোন নিতে হতে পারে। সন্তান আপনার কাছে কোনও আবদার করতে পারেন। যা আপনি অবশ্যই পূরণ করবেন।
বৃষ রাশি (Brisha Rashi)- বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার দিনটি লাভজনক হতে চলেছে। কোনও সমঝোতায় সই করতে পারেন। পরিবারের কোনও সদস্যের বিয়ে সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। একসঙ্গে অনেক কাজ করতে হলে আপনার দুশ্চিন্তা বাড়বে। প্রতিযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে, তবে আপনি যদি একটি বড় লক্ষ্য নির্ধারণ করেন তবে তা সহজেই পূরণ হবে। আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভাল খবর শুনতে পেতে পারেন।
মিথুন রাশি (Mithun Rashi)- কোনও নতুন কাজ শুরু করার ক্ষেত্রে দিনটি ভালো মিথুন রাশির জাতকদের কাছে। ব্যবসায় কোনও সমঝোতা করতে পারেন। আপনার কোনও বন্ধু বা আত্মীয় আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে মনোনিবেশ করতে হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতার প্রস্তুতি নিতে পারে। আপনাকে কাজের জন্য প্রশংসা করা হবে। পারিবারিক বিবাদ বাড়ির বাইরে নিয়ে যেতে দেবেন না।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতক জাতিকারা অন্যান্য কাজে বেশি আগ্রহী হবেন। কর্মক্ষেত্রে আপনাকে ছোটদের ভুল উপেক্ষা করতে হবে। আপনি খাবারের আইটেমে আরও মনোযোগ দেবেন। শ্বশুরবাড়ির কারো কথা খারাপ লাগতে পারে। হুড়োহুড়ি করে কোনও সিদ্ধান্ত নিলে আপনি সমস্যায় পড়তে পারেন। পরিবারের কোনও সদস্যকে চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। রাজনীতিকরা নিজেদের কাজে মন দেবেন।
সিংহ রাশি (Singha Rashi)- সিংহ রাশির জাতকদের নিজেদের কাজে মন দিতে হবে। আপনার নেতৃত্ব ক্ষমতা বাড়বে। ভাই বা বোনের সঙ্গ মিলবে। কোনো জমি বা সম্পত্তি নিয়ে আপনার কোনো বিরোধ থাকলে সেটিও মিটে যাবে। নতুন কোনো কাজে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার পথ সুগম হবে। আপনি কিছু পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে পারেন। অনেকদিন পর আপনার কোনো বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসবে।
কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতকদের জন্য বৃহস্পতিবার দিনটি চিন্তার হবে। কোনও বিষয়ে কর্মক্ষেত্রে শাস্তি পেতে পারেন। কোনও বিষয়ে আপনার বস আপনার উপর রেগে থাকতে পারেন। কাজে কোনও অবহেলা করবেন না। দূরে কোথাও যেতে পারেন। মা-কে আপনি এমন কোনও কথা বলতে পারেন, যাতে তিনি চিন্তিত থাকবেন। সামাজিক কাজে আপনার রুচি থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।