Gold Rate Today: সোনার দাম ফের বাড়তে শুরু করেছে হু হু করে। এই সপ্তাহের শুরুতে সোমবারে সোনার দাম খানিক কমলেও তারপর থেকে ফের দাম বাড়ার ধারা শুরু। সোনার দাম (Gold Price Today) গতকালের থেকে আজও অনেকখানি বেড়ে গিয়েছে। এবার কি লাখ টাকা ছুঁয়ে ফেলবে সোনার দাম ? এই সুযোগে কিনে রাখলে লাভ পাবেন ? দেখে নিন আজকের সোনার দাম। এমনিতেই বাজারের ওঠানামার ওপর নির্ভর করে সোনার দাম। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতু। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। আজ বিয়ের মরশুমে (Gold Silver Rate) সোনার গয়না কিনলে সাশ্রয় হবে কি ?
আজকের সোনার দাম (১৯ ফেব্রুয়ারি ২০২৫)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৮৬০২ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৮১৭৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭৮২৭ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬৭১০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৬,৮৯৩ |
সোনার দাম বাড়া বা কমা অনেক কিছুর উপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সোনা রুপোর দাম। সোনার একাধিক প্রকার রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। এরপর সামান্য খাদ মিশয়ে তৈরি হয় গয়নার সোনা, যা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )
আরও পড়ুন: Stocks to Buy: এই স্টক কেনা থাকলে দুঃসংবাদ ! আন্ডারপারফর্মিং রেটিং দিয়েছে CLSA; বিপুল পতনের ইঙ্গিত