কলকাতা: শ্রাবণ মাসের (Sawan Astrology) প্রথম একাদশীকেই বলা হয়ে থাকে কামিকা একাদশী। এইদিন আশীর্বাদধন্য হতে পারে সব রাশির জাতকরাই। এইদিন কিছু কিছু ব্যবস্থা নিলে বহু শুভযোগ আসতে পারে বলে প্রচলিত বিশ্বাস। 


এই বছর ৩১ জুলাই কামিকা একাদশী পড়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। জ্যোতিষীদের মতে, ৩১ জুলাই অর্থাৎ কামিকা একাদশীর দিনটি খুব শুভ হতে চলেছে। এদিন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রের চতুর্থ দফায় পাড়ি দেবেন। একই সময়ে শুক্র (Venus Transit 2024) কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে অবস্থান পরিবর্তন করবে। এমন অবস্থায় কিছু পদক্ষেপ করলে কোনও ব্যক্তি পুণ্য লাভ করতে পারেন। প্রচলিত বিশ্বাস রয়েছে এই দিন তুলসীকে বিশেষ ভাবে পুজো করলে এবং বিশেষ কিছু জিনিস অর্পণ করলে ভাগ্য বদলাতে পারে। 


কী কী করতে পারেন?


১. তুলসীতে সিঁদুর অর্পণ করুন, একটি লাল রঙের কাপড় বেঁধে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। বিশ্বাস করা হয় যে এমন করলে দেবী লক্ষ্মী ঘরে থাকেন।


২. কামিকা একাদশীর দিন তুলসীমঞ্জরীকে লাল কাপড়ে বেঁধে রাখা খুবই শুভ। কথিত আছে যে, এমন করলে তহবিল কখনও খালি হয় না। টাকার প্রবাহ বৃদ্ধি পায়।


৩. কামিকা একাদশী তিথি শুরু হবে ৩০শে জুলাই বিকেল ৪টা ৪৪ মিনিটে এবং পরের দিন অর্থাৎ ৩১শে জুলাই একাদশী হবে বিকেল ৩টা ৫৫ মিনিটে। এরই মধ্যে তুলসী সংক্রান্ত এই প্রতিকারগুলো নিতে পারেন।


৪. কামিকা একাদশীতে সন্ধ্যায় তুলসীতলায় ১১টি ঘি দেওয়া প্রদীপ জ্বালিয়ে ১১বার পরিক্রমা করুন। শ্রাবণের একাদশীতে তুলসীর এই প্রতিকার করলে শিবের সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়।


৫. পদ্মপুরাণ অনুসারে, কামিকা একাদশীর দিন তুলসীমঞ্জরি দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যমলোকে যেতে হয় না।


৬. কামিকা একাদশীতে পুজোর সময় ভগবান বিষ্ণুকে তিলের তেল বা ঘি-এর প্রদীপ দিয়ে পুজো দিন। বলা হয় পিতৃপুরুষেরা সন্তুষ্ট থাকেন।


৭. প্রচলিত বিশ্বাস শুক্রের প্রিয় রং সাদা। তাই এই দিন সাদা ও হলুদ রঙের জিনিস দান করলে কোনও ব্যক্তি পুণ্য লাভ করতে পারেন। কারণ, ভগবান বিষ্ণু এবং ভগবান শুক্র হলুদ রং পছন্দ করেন। এমন অবস্থায় কামিকা একাদশীতে কলা, হলুদ কাপড়, হলুদ ফুল ইত্যাদি দান করুন। এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে, কোনও ব্যক্তি সুখ, সমৃদ্ধি, গৌরব এবং খ্যাতি লাভ করেন এবং জীবনে কখনও অর্থের অভাবের সম্মুখীন হতে হয় না । আপনার কুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল থাকলে কামিকা একাদশীতে গুড় দান করুন।  


কামিকা একাদশীতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত। সাদা রঙের জিনিস দান করুন। যেমন- চিনি, দই, দুধ ও সাদা কাপড় ইত্যাদি। এমনটা বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও ধন লাভ হয়। 


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ইরানের মাটিতে নিহত হামাসের শীর্ষ নেতা, ইজরায়েলের দিকে অভিযোগের আঙুল