কলকাতা: ইজরায়েল-হামাস দ্বন্দ্বে আরও জটিল হল পরিস্থিতি। আর এবার তাতে সরাসরি জড়িয়ে গেল ইরান। হামাস জানিয়েছে তাদের নেতা ইসমাইল হ্যানিয়ের মৃত্যু হয়েছে ইরানের মাটিতে। গোটা ঘটনায় ইজরায়েলের (Israel) দিকে আঙুল তুলেছে হামাস।
হামাসের দাবি, ইজরায়েলের বিমান হানায় ইরানের মাটিতে মৃত্যু হয়েছে তাদের সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হ্যানিয়ে (Ismail Haniyeh)। ইরানের প্যারামিলিটারি রেভিলিউশনারি গার্ড জানিয়েছে এই ঘটনার তদন্ত করছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা ইরানের তরফে কিছুই জানানো হয়নি।
হামাস জানিয়েছে, ইরানের তেহরানের বাসভাবনে ইজরায়েলের হামলায় ইসমাইল হ্যানিয়ের মৃত্যু হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই এই ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল হেজবোল্লা-সহ সহযোগী একাধিক সংগঠনের নেতৃত্ব।
গতবছর ইজরায়েলের উপর হামাস হামলা করে। ৭ অক্টোবরের সেই ঘটনার পর থেকেই পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। ইজরায়েলের পাল্টা হামলায় প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে গাজা। ওই ঘটনার পাল্টা জবাবে হামাসের শীর্ষনেতাদের নিকেশ করার হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল। ইসমাইল হ্যানিয়ের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ইজরায়েল।
সংবাদ সংস্থা AP-সূত্রের খবর, ওয়েস্ট ব্যাঙ্ক থেকে আন্তর্জাতিক সমর্থন পাওয়া প্যালিস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।
কে এই ইসমাইল হ্যানিয়ে?
ইসমাইল হ্যানিয়ে হামাসের বহু পুরনো শীর্ষস্তরের নেতা। ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর ২০১৯ সালে তিনি গাজা স্ট্রিপ ছেড়ে কাতারে থাকতে শুরু করেন। সেখান থেকেই প্যালিস্তাইন বা ফিলিস্তিন আন্দোলনের আন্তর্জাতিক মুখ হয়ে ওঠেন তিনি। তাঁদের আন্দোলনের জন্য আন্তজার্তিক স্তরে দৌত্য করতেন তিনি। হামাসের মধ্যে তুলনামূলক মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। আন্তর্জাতিক নানা অংশের সঙ্গে গাজায় হামাসের কট্টরপন্থী অংশের যোগাযোগ রাখার অন্যতম মাধ্যম ছিলেন ইসমাইল হ্যানিয়ে।
তুরস্কের তরফে এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। গোটা ঘটনায় ইজরায়েল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে তুরস্ক। সেদেশের তরফে বলা হয়েছে এমন ঘটনায় প্রমাণ হয়েছে যে ইজরায়েলের শান্তি ফেরানোর কোনও ইচ্ছেই নেই।
আক্রান্ত হেজবোল্লার শীর্ষ নেতাও:
সংবাদ সংস্থা AP-সূত্রের খবর, লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার এক শীর্ষ কমান্ডারেরও ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে। যদিও শীর্ষ নেতার দেহ মিলেছে কি না তা নিয়ে হেজবোল্লার তরফে কিছু জানানো হয়নি। ইজরায়েলি মিসাইলের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে একটি বাড়ি। তাতেই নিহত হয়েছেন তিনি। মঙ্গলবার ইজরায়েল জানিয়েছিল তাদের হামলায় প্রাণ হারিয়েছেন হেজবোল্লার অন্যতম শীর্ষ কমান্ডার ফওয়াদ শুকুর। ইজরায়েলের অভিযোগ, এই হেজবোল্লা নেতার নেতৃত্বেই গোলান হাইটসে হামলা চালানো হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ