কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) রাহু ও কেতু গ্রহের (Rahu and Ketu Planet) বিশেষ গুরুত্ব রয়েছে। রাহু-কেতু উভয়কেই জন্মের পর থেকে বিপরীতমুখী (Opposite Direction) গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কারণ, এই দুটি গ্রহ স্থির গতিতে একে অপরের থেকে বিপরীত দিকে চলে। তাদের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে ১৮ মাস সময় লাগে। শনির পর কেতু হল দ্বিতীয় এমন গ্রহ, যে রাশি পরিবর্তন করতে এত বেশি সময় নেয়। এই কারণে তাদের ট্রানজিটকে জ্যোতিষশাস্ত্রে একটি বড় ঘটনা বলে মনে করা হয়।
ধর্মীয় বিশ্বাস, কুণ্ডলীতে রাহু-কেতুর ত্রুটি থাকলে সেই ব্যক্তির জীবন ঝামেলায় ভরে যায়। বর্তমানে কেতু তুলা রাশিতে বসে আছে এবং ২০২৩ সাল পর্যন্ত থাকবে। এই সময় তুলা, মীন এবং মকর রাশির উপর কেতুর প্রকোপ অব্যাহত থাকবে। তাদের ক্রোধ কমাতে এই রাশির জাতক-জাতিকাদের এই ব্যবস্থাগুলি গ্রহণ করা উচিত।
আরও পড়ুন ; মঙ্গলবার এই কাজগুলি করলে প্রসন্ন হবেন ভগবান হনুমান, সফল হবেন সমস্ত কাজে
কেতুর প্রকোপ কমাতে এই ব্যবস্থাগুলি নিন-
- যে রাশির জাতক জাতিকারা কেতু দ্বারা প্রভাবিত, তাদের ক্রোধ কমাতে নিয়মিত মা দুর্গার পুজো করা উচিত।
- যে ব্যক্তি নিয়মিত মা দুর্গার আরাধনা করতে পারে না, তার উচিত প্রতি রবিবার নিয়ম করে মা দুর্গার পুজো করা। এটা ভাল ফল দেবে।
- কেতুর অশুভ প্রভাব কমাতে প্রতিদিন ১০৮ বার "ওম নমো: ভগবতে বাসুদেবায়" মন্ত্রটি জপ করুন।
- কেতু বিজ মন্ত্র "ওম কে কেতবে নমঃ" প্রতিদিন ১০৮ বার পাঠ করলে কেতুর ক্রোধ থেকে মুক্তি পাওয়া যায়।
- কেতুর শুভ ফল পেতে লোকেদের কেতুতান্ত্রিক মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্রের অন্তত ১৮, ১১ বা ৫ রাউন্ড জপ করতে হবে। কেতুতান্ত্রিক মন্ত্র জপ করার সময় জপকারীকে কালো রঙের কাপড় পরিধান করতে হবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)