একই রাশির জাতক জাতিকারা কি একই রকম চরিত্রের ? না। প্রত্যেক মানুষের ভাবনা চিন্তা চরিত্র আলাদা। তবু রাশিগত বৈশিষ্ট্যের কারণে কোনও কোনও রাশির মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার বিশেষ ক্ষমতা থাকে। দেখে নেওয়া যাক, কী বলছে জ্যোতিষশাস্ত্র।


মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার বিশেষ ক্ষমতা থাকে। এঁরা প্রথম থেকেই  বস হতে চান। তাঁরা যে কোনও টিমকে নেতৃত্ব দিতে চান।  মেষ রাশির মহিলারা তাদের সব দায়িত্ব ভালভাবে সম্পাদন করে। 


বৃষ রাশি 
বৃষ রাশির মহিলারা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারেন।  এমন বন্ধু যাদের কেউ কখনই হারাতে চান না। জীবনের প্রতিটি কঠিন বা ভাল সময়ে এঁরা প্রিয়জনদের পাশে দাঁড়িন। এঁদের ব্যক্তিত্ব চমৎকার। তাই এঁরা নেতা হিসেবে ভাল। প্রতিটি পদক্ষেপে এঁরা জীবন উপভোগ করতে চান। 


মিথুন রাশি 
মিথুন রাশির নারীরা তাদের স্বভাবে মানুষকে মোহিত করে। এই রাশির নারীদের সবাই পছন্দ করে। তাঁদের ব্যক্তিত্বটিও চমৎকার। তাই সকলেই দলে এমন নারীকে চান। 


কর্কট রাশি 
কর্কট রাশির নারীরা বন্ধুত্ব করার জন্য খুবই ভাল। সারা বিশ্বেই এঁরা মান পান। বন্ধুত্ব রক্ষায় এঁদের জুড়ে মেলা ভার । এঁরা যে কোনও কাজেরই শেষ দেখে ছাড়েন। তাই নেতা হিসেবে এঁদের কদর আছে। 


সিংহ রাশি 
সিংহ রাশির নারীদের আকর্ষণ ক্ষমতা প্রবল।  এই রাশির নারীদের বোঝার ক্ষমতা খুব বেশি। প্রতিদিন এঁরা নতুন উপায়ে কঠোর পরিশ্রম করে  গন্তব্যে পৌঁছান। 


কন্যা রাশি 
কন্যা রাশির নারীদের মানসিক দৃঢ়তা তারিফ করার মতো।  এই রাশির মহিলারা খুব প্রতিভাবান এবং বেশ ধৈর্যশীল। এই রাশির মহিলারা সব সময় খেয়াল রাখেন যেন তাঁদের কেরিয়ার ঠিক পথে চালিত হয়।  এর ফলে এঁদের নেতৃত্বে পরিবার, বন্ধুত্ব সবকিছু ঠিকঠাক চলে। 


তুলা রাশি
তুলা রাশির নারীরা খুব ভারসাম্যপূর্ণ হন। সবকিছু ভালোভাবে পরিচালনা করে। এঁরা পরিবার ও বিভিন্ন সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে পারেন। সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেন। এঁরা আচরণে সাম্য পছন্দ করেন।  


বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির নারীরা খুব শান্ত প্রকৃতির। নিজের মধ্যে নিজের কথা গোপন রাখেন । তবে কাউকে চাইলে তিনি তাঁকে পেয়েই ছাড়েন। কাজের ক্ষেত্রে টার্গেট পূরণেও এঁদের ততটাই জেদ।   এঁরা লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করেন, তা অর্জন করেই ছাড়েন।


ধনু রাশি 
ধনু রাশির নারীরা খুব সুন্দর মনের হন। এঁরা সবসময় দু: সাহসিক কাজের জন্য প্রস্তুত। এঁরা সুবক্তা ও ভাল শ্রোতা হন। যা একটি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব প্রয়োজন। 


মকর রাশি
মকর রাশির মানুষ খুব ভাল উপস্থাপক।  সব কাজ দারুনভাবে সম্পাদন করেন এঁরা। এই রাশির মহিলারা মা, বস, কন্যা হিসেবে সবসময় সফল।


কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা নিজেদের নিয়ে মগ্ন থাকেন। এঁরা কিছুতেই ভয় পান না। তাঁরা সেই মানুষদের ভালবাসেন, যাঁরা তাঁদের স্বাধীনতা দেন। 


মীন রাশি
মীন রাশির মহিলারা খুব সংবেদনশীল হন। এঁরা মানুষের সঙ্গে সহজে তাঁদের চিন্তাভাবনা ভাগ করে নেয় না।  ধর্মীয় বিষয়ের প্রতি তাদের প্রবল অনুরাগ রয়েছে। 


ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।