কলকাতা: কার ভাগ্য়ের চাকা ঘুরবে আজ? কার জন্য রয়েছে আশার খবর? কাকে সতর্ক হয়ে কাটাতে হবে দিন? কেমন কাটবে সোমবার (Astrological Predictions For Monday)? একঝলকে সোমবারের রাশিফল দেখে নেওয়া যাক?


মেষ (Aries):বিভিন্ন জায়গা থেকে অর্থলাভের আশা রয়েছে এই রাশির জাতকের। চাকরির পাশাপাশি ব্যবসা করার কথাও ভাবতে পারেন। আপনার সন্তানের সাহায্য জরুরি হতে পারে। 


বৃষ (Taurus):ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সচেতন থাকুন। কর্মস্থলে আপনাকে নিয়ে মুখরোচক আলোচনা হতে পারে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে খোলামেলা আলোচনা করা দরকার।  


মিথুন (Gemini):চাকরি নিয়ে আশার খবর থাকতে পারে। বন্ধুর মাধ্যমে চাকরি নিয়ে নতুন কোনও খবর পেতে পারেন। আগন্তুক কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে সাবধান।  


কর্কট (Cancer):চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পরিবারের কারও কাছে বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। কোনও পরিজন বাইরে কর্মরত থাকলে, দেখা করতে আসতে পারেন।


সিংহ (Leo):ব্যস্ততায় দিন কাটবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে জটিলতা বাড়তে পারে। 


কন্যা (Virgo) :ব্যবসা নিয়ে সচেতন থাকুন। প্রতিপক্ষের সঙ্গে বুঝেশুনে কথা বলুন। কাজের জায়গায় কোনও বিষয়ে এই রাশির জাতকদের দোষারোপ করা হতে পারে।


তুলা (Libra) :নতুন সম্পত্তি কিনতে পারেন। তবে তার নথিপত্রের ক্ষেত্রে সতর্ক থাকুন। পড়ুয়াদের যাঁরা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাঁরা সঠিক পথের দিশা খুঁজে পাবেন। পুরনো কোনও ভুল ফিরে আসতে পারে এই রাশির জাতকদের জীবনসঙ্গীর জীবনে।    


বৃশ্চিক (Scorpion):কর্মস্থানে দায়িত্ব সম্পর্ক সচেতন থাকুন। বাড়ি-ঘর সংস্কারে নজর দিন। বিলাসিতা বাড়ায় পরিবারের লোকজনের ঈর্ষা বাড়তে পারে। 


ধনু (Sagitarius) :আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার। কোনও 'ডিল' চূড়ান্ত করার আগে তার সবদিক, খুঁটিয়ে দেখে নিতে হবে। পুরনো কোনও বন্ধু ফিরে আসতে পারে। কিন্তু পুরনো ক্ষোভের কথা ভাববেন না। 


মকর (Capricorn) :পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য মেহনত করতে হতে পারে। বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। পুরনো রোগ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা রয়েছে। 


কুম্ভ (Aquarius) :উন্নতির নতুন রাস্তা খুলবে। ব্যবসায় নতুন কৌশল ব্যবহার করে দেখতে পারেন। তবে বিশ্বাসঘাতকতার ধাক্কা এড়াতে অংশীদারিত্বের ক্ষেত্র সতর্ক হওয়া দরকার। নতুন বাড়ি কেনার স্বপ্ন সফল হতে পারে।


মীন (Pisces):সতর্ক হয়ে গাড়ি চালান। না হলে অতিরিক্ত খরচের আশঙ্কা রয়েছে। ব্যবসায় মুনাফাজনক দিকগুলি বোঝার চেষ্টা করুন। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। 


আরও পড়ুন:শনি-শুক্রের যুগলবন্দি, ৪ রাশির জাতকদের ভাগ্যের তালা খুলবে, নতুন বছরেই অর্থবৃষ্টি!