কলকাতা: হিন্দু ধর্মবিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী (Janmashtami)। সারা ভারতজুড়ে এই উৎসব পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) জন্ম উপলক্ষে এই উৎসব হয়ে থাকে। ভারতে হিন্দুদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্যতম শ্রদ্ধা এবং ভালবাসার পাত্র। তাঁর গুরুত্বও অপরিসীম। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে (Sri Krishna)। প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী বিষ্ণুর এখনও পর্যন্ত যা অবতার এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব এবং পছন্দের অবতার শ্রীকৃষ্ণ। মহাভারত থেকে গীতা-সবেতেই যাঁর আখ্যান রয়েছে।


এই বছর কখন পুজো?
দৃক পঞ্চাঙ্গ অনুসারে ইংরেজি বছরের ২০২২ সাল ভগবান শ্রীকৃষ্ণের ৫, ২৪৯তম জন্মদিবস। এই বছরে ১৮ অগাস্ট থেকে ১৯ অগাস্ট কৃষ্ণ জন্মতিথি উদযাপন করা হবে। ধর্মবিশ্বাস অনুযায়ী মধ্য়রাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। এই বছর নিশীথ পুজোর সময় ১৯ অগাস্টের রাত ১২টা বেজে ৩ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। দৃক পঞ্চাঙ্গ অনুসারে .এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্টে রাত ৯টা বেজে ২০ মিনিট থেকে এবং ১৯ অগাস্টের রাত ১০টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলছে। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ২০ অগাস্ট শুরুর সময়, রাত ১টা বেজে ৫৩ মিনিটে এবং শেষ হচ্ছে ২১ অগাস্টে বিকেল ৪টা ৪০ মিনিটে।


উপোসের নিয়ম:
যাঁরা উপোস (fasting) করবেন তাঁরা জন্মাষ্টমীর আগেই খাবেন, উপোসের দিন সারাদিন উপোস করে পরেরদিন যখন অষ্টমী তিথি এবং রোহিনী নক্ষত্রের সময় শেষ হয়ে যাবে তখনই উপোস ভাঙতে পারবেন। উপোসের সময় কোনও শস্যদানা জাতীয় খাবার খাওয়া যাবে না। একাদশী উপোসের নিয়ম জন্মাষ্টমীর উপোসেও মানতে হবে।


দই-হাঁড়ি উৎসব:
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসের সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে দহি-হান্ডি বা দই-হাঁড়ি উৎসব। কৃষ্ণভক্তরা এই প্রথা পালন করে আসছেন। বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমীতে বিপুল উৎসাহের সঙ্গে ভারতে এবং বিশ্বেরও নানা জায়গায় এই উৎসব পালন করা হয়। 


কী এই উৎসব:
এটি আদতে একটি প্রতিযোগিতার মতো। যেখানে বেশ খানিকটা উঁচুতে দই বা মাখন বা ঘি ভর্তি একটি মাটির হাঁড়ি ঝোলানো থাকে। ভক্তরা একে অপরের দাঁড়িয়ে একটি পিরামিড মতো তৈরি করে। তারপর একেবারে উঁচুতে উঠে ওই হাঁড়ি ভাঙতে হয়। বিভিন্ন দলের মধ্যে এই প্রতিযোগিতা হয়। লোকবিশ্বাসে বলা হয় কৃষ্ণ তাঁর সঙ্গীদের নিয়ে এই পদ্ধতিতেই মাখন নিয়ে খেতেন। সেই ভাবেই তাঁর ভক্তরা একই কাজ করে এই দিনটি উদযাপন করে।


আরও পড়ুন: জন্মাষ্টমীর রাতে এগুলি করুন, জীবনে আসবে দীর্ঘস্থায়ী সুখ-সমৃদ্ধি ও খ্যাতি