২০২৪ শেষ হতে ঠিক আর আড়াই মাস। কয়েকটি রাশির ক্ষেত্রে সারা বছরই লক্ষ্মী থাকবেন সদয়। আপনি চাকরি করুন বা ব্যবসা, আপনার আর্থিক পরিস্থিতি যাই হোক না কেন, ২০২৪ সালে  কিছু রাশি আগাগোড়াই  সৌভাগ্যের মধ্যে থাকবে। তবে হ্যাঁ, ভাগ্য সকলের আলাদা আলাদা। প্রত্যেকের জীবনের উত্থান পতনও আলাদা। তাই জীবন সবার এক স্রোতে বয় না। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কয়েকটি রাশি চিহ্ন এই বছর দেবী লক্ষ্মীর সুনজরে থাকবে। তাদের জীবনে আর্থিক সমস্যা এলেও কেটে যাবে। 


মা লক্ষ্মী দয়াময়। সম্পদের দেবী প্রসন্ন হলে জীবনে সুখ-সমৃদ্ধির অভাব হয় না। চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে কোন রাশির জাতক জাতিকারা বছরের বাকি কয়েক মাসও আশীর্বাদ পাবেন। সেই রাশিগুলি হল - 


সিংহ রাশি
২০২৪ সালে দেবী লক্ষ্মী আশীর্বাদ থাকবে সঙ্গে।  সিংহ রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে উপকৃত হবে গ্রহ - নক্ষত্রের গুণে।  দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে আসবে ঐশ্বর্য। আয় হবে। তবে ব্যয় নিয়ন্ত্রণের দায়িত্ব আপনারই। 
স্বাস্থ্য ভাল থাকবে। ভাল খবর পেতে পারেন চাকরি সংক্রান্ত।  


কর্কট রাশি


২০২৪ সালের বাকি কয়েকমাসও কর্কট রাশির জাতকদের ভাল কাটবে।  ভাগ্য থাকবে সঙ্গেই। কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ আসতে পারে। সেই সঙ্গে আটকে থাকা টাকা ফেরত পাওয়ারও সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আগে থেকে ভাল হবে। রোগ অবহেলা করা যাবে না। অবিবাহিত মানুষদের সঙ্গে দেখা মিলে যেতে পারে জীবনসঙ্গীর। 


ধনু রাশি 
২০২৪ সালের বাকি মাসগুলিও ধনু রাশির জাতকদের জন্য খুব ভাল কাটতে পারে। দেবী লক্ষ্মী এই রাশির জাতকদেক আশীর্বাদ করবেন ধন , সম্পত্তি , ঐশ্বর্য দিয়ে। আয় বৃদ্ধি হবে।  অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে।  পারিবারিক অনুষ্ঠান জমজমাট হবে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।