কলকাতা : নির্বাচনে ( Loksabha Election 2024 )কোন নেতার ভাগ্যে কী রয়েছে, তা নির্ধারণ করবে জনতা জনার্দন। তবে রাজনীতিকদের অনেকেই আস্থা রাখেন জ্যোতিষে ( Astrology )। গ্রহ নক্ষত্রের গতিবিধি নিয়ে আগ্রহ থাকে তাঁদেরও। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী সপ্তাহে গ্রহ নক্ষত্রের হিসেবে বিশেষ সুবিধে পাবেন কোনও কোনও রাশির জাতকরা।
দেশে লোকসভা নির্বাচন ( Loksabha Elections ) শুরু হয়েছিল ১৯ এপ্রিল । নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্ব ১ জুন । এরপর ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা ।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে, কিছু গ্রহের রাশিচক্রের পরিবর্তন হবে। যাকে জ্যোতিষের ভাষায় বলে,গ্রহ গোচর। রাজনীতিকদের ভাগ্যকেও কিছুটা প্রভাবিত করতে পারে এই পরিবর্তন । আসুন জেনে নেওয়া যাক নির্বাচনের ফল ঘোষণার আগে কোন গ্রহ তাদের গতিবিধি পরিবর্তন করবে এবং রাজনীতিতে এর প্রভাব কী পড়তে পারে।
বুধ রাশি পরিবর্তন (Budh Rashi Parivartan 2024): বুধকে জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজপুত্র বলা হয়। শুক্রবার, ৩১ মে, দুপুর ১২.২০ তে, বুধ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং ১৪ জুন পর্যন্ত সেখানে থাকবে।
রাজনীতিতে বুধের প্রভাব
যাদের কুণ্ডলীতে বুধ শক্তিশালী তাঁরা কথাবার্তা ও যোগাযোগের ক্ষেত্রে প্রচুর সাফল্য পান। এছাড়াও বুধের কৃপায় মানুষ বুদ্ধিমান, কূটনীতি এবং রাজনীতিতে দক্ষ হয়ে ওঠে।
মঙ্গলের গোচর (Mangal Rashi Parivartan 2024): মঙ্গল তার রাশিচক্র পরিবর্তন করবে ১ জুন। জুনের প্রথম দিনে এবং লোকসভা নির্বাচনের ফলাফলের আগেই এই পরিবর্তন নিয়ে অনেকেই চিন্তিত। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। মীন রাশি থেকে বের হয়ে বিকেল ৩:৩৯ মিনিটে মেষ রাশিতে যাত্রা করবে মঙ্গল। রুচক রাজযোগ সৃষ্টি করবে।
রাজনীতিতে মঙ্গলের প্রভাব
সূর্যের পর মঙ্গল হল রাজনীতিতে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল গ্রহের প্রভাব যাদের ভাল, তারা রাজনীতিতে ভাল সাপল্য পেতে পারেন। মঙ্গল রাশিতে বলবান হয়ে যোগকারক যোগ তৈরি করলে, তাহলে নির্বাচনে ভাল ফল হতে পারে। তবে সবটাই নির্ভর করছে তাঁর কর্মফল ও জনতার ইচ্ছের উপর।
৪ জুন 2024 এর পঞ্চাং
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ৪ জুন আসবে । এই দিন মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এদিন ভরণী ও কৃত্তিকা নক্ষত্র থাকবে। মঙ্গলবার শোভন ও অতিগণ্ড যোগ হবে। রাহুকাল বিকাল ৩.৪৫ থেকে বিকাল ৫.২৫ পর্যন্ত থাকবে।
নির্বাচনের ফলাফলে গঠিত গ্রহ ও নক্ষত্রের প্রভাব
৪ জুন মঙ্গলবার মেষ রাশির উদয় হবে। মেষ রাশির অধিপতি মঙ্গল। বুধ, বৃহস্পতি, শুক্র ও সূর্য বৃষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলন ঘটবে। শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে থাকবে। এমন পরিস্থিতিতে ৪ জুন মঙ্গলের প্রভাব বেশি থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল সেই ব্যক্তির পক্ষে হতে পারে যার রাশিতে মঙ্গল শক্তিশালী বা শুভ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে