জ্যোতিষশাস্ত্রে (astrology) ১২ টি রাশি। প্রতিটি গ্রহই কোনও না কোনও রাশির অধিপতি। গ্রহ ও নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে রাশিফল গণনা করা হয়। মঙ্গলবার অঞ্জনির পুত্র হনুমানকে (Lord Hanuman) উৎসর্গ করা হয়। মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো (Bajrangwali Pujo) করলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বজরঙ্গবলীর কৃপায় কার কার সৌভাগ্য উদয়, জেনে নিন এক নজরে।
মেষ রাশি
কাজে ফোকাস করুন। কর্মজীবনে সম্মান পাবেন। নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আজ আলোচনার সময় ভারসাম্য বজায় রাখতে হবে। মাথা গরম করা চলবে না। দাম্পত্য সুখ বাড়বে। চাকরিজীবীরা কিছু বাড়তি দায়িত্ব পেতে পারেন। আলস্যর খপ্পর থেকে দূরে থাকুন। সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকুন।
বৃষ রাশি
সন্তানদের সুখ ও সম্মান বৃদ্ধি পাবে। আপনার পারিবারিক জীবন মধুর হবে। ব্যয় বৃদ্ধি হতে পারে। ধৈর্য ধরুন। মন শান্ত ও খুশি থাকবে। আপনি আপনার চাকরিতে সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন, তবে আপনি অন্য কিছু কাজও পেতে পারেন। আপনি পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মতো কাজে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং আপনার স্বভাবও একটু খিটখিটে হবে। অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শিক্ষাগত কারণে বিদেশ ভ্রমণে যেতে হতে পারে। যাত্রা আশাব্যঞ্জক ফল দেবে।
মিথুন রাশি
ব্যবসায় বৃদ্ধি হবে। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। চাকরিজীবীরা সম্মান পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মনটা খুশি হবে। ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক কাজের কারণে জীবনে ব্যস্ততা বাড়বে। লাভের পরিধি বাড়বে। আত্মবিশ্বাস কমে যেতে পারে। কাজে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। আরও কঠোর পরিশ্রম হবে। আজ জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। কথোপকথনে ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন, সাবধানে থাকুন। অবস্থান পরিবর্তন হতে পারে।
তুলা রাশি
মনে শান্তি ও সুখ থাকবে। পূর্ণ আত্মবিশ্বাস থাকবে। চাকরিতে কাজের চাপ বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। আয় বাড়বে। যানবাহন ও কাপড়ের রক্ষণাবেক্ষণে ব্যয় বাড়বে। ধৈর্য ধরে রাখার চেষ্টা করুন। আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ধর্মীয় কাজে আগ্রহী হবেন। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়বে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। স্বাস্থ্য সমস্যা এখনও বজায় থাকবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন :