কলকাতা: চাঁদ ও বৃহস্পতি মিলে গজকেশরী যোগ তৈরি করবে। এর পাশাপাশি আয়ুষ্মান যোগও থাকবে। আবার এদিন অশ্লেষা নক্ষত্রের পর মঘা নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হবে। গ্রহ-নক্ষত্রের শুভ সংযোগের প্রভাবে আজ বৃষ, মিথুন, সিংহ, তুলা ও কুম্ভ রাশির জাতকরা নারায়ণের আশীর্বাদ লাভ করবেন। চাঁদ আজ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। আজ বৃষ রাশিতে উপস্থিত বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে চাঁদের ওপর।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের বিবাদ এড়িয়ে যেতে হবে। এমন না-করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ থাকলে, তাতে আপনার চুপ থাকাই শ্রেয়। পুরনো রোগের কারণে কষ্ট বাড়তে পারে। চাকরিজীবী জাতকরা আজ আধিকারিকদের নয়নের মণি হয়ে উঠবেন, এর ফলে তাঁদের উন্নতির পথ প্রশস্ত হবে। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার সময় নিজের বাণী মাধুর্য বজায় রাখুন।
সিংহ রাশি
সিংহ রাশির যে জাতকরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের উচ্চাকাঙ্খা পূরণ হবে আজ। নতুন কাজ করার পরিকল্পনা করে থাকলে তাতে সাফল্য লাভ করবেন ও জনসমর্থন বৃদ্ধি পাবে। সন্তানের কাছ থেকে বহু প্রতীক্ষিত সংবাদ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ চললে তা আজ সমাপ্ত হবে ও সম্পর্ক উন্নত হবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের ধনবৃদ্ধি হবে আজ। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে সবদিক ভালোভাবে যাচাই করে নিন, তা না-হলে প্রতারণার শিকার হতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা সরকারি কাজ পূর্ণ হবে। কারও বিষয় নাক গলাবেন না। ধৈর্য ধরে কাজ করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন।
মকর রাশি
মকর রাশির জাতকদের আজকের দিনটি সাধারণ ফলদায়ী। সমস্ত বিষয়ে জীবনসঙ্গীর সহযোগিতা ও সানিধ্য পাবেন। সন্তানের ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মা-বাবা ও জীবনসঙ্গীর পরামর্শ নিতে ভুলবেন না। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ঘরোয়া জিনিসের কেনাকাটায় অর্থ ব্যয় হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে