কলকাতা : খুব শীঘ্রই শুরু হতে চলেছে মাঘ মাস। উপবাস ও উৎসবের দিক থেকে মাঘ মাসকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মাঘ মাসে পুজো ও দান করলে ভাল ফল পাওয়া যায়।


বিশ্বাস অনুসারে (According to Faith), মাঘ মাসে করা ধর্মীয় কর্মে দেব-দেবী প্রসন্ন হন এবং সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। এই মাসে তিল দান করাও খুব উপকারী বলে মনে করা হয়। মাঘ মাসে তিলের ব্যবহারে (Use of Sesame) করা কিছু প্রতিকার ঝামেলা থেকে মুক্তি দেয় এবং এগুলো করলে ঘরে সমৃদ্ধি আসে। চলুন জেনে নেওয়া যাক সেইসব সম্পর্কে।


মাঘ মাসে করুন তিলের এই প্রতিকার-



  • মাঘ মাসে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে প্রতিদিন তিল খেয়ে এবং জলে তিল মিশিয়ে গোসল করলে অনেক পুণ্য হয়।

  • মাঘ মাসে গুড়, তিল এবং কম্বল দান অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে, এমনটা করলে সব ধরনের রোগ নিরাময় হয়।

  • মাঘ মাসের প্রতি শনিবার কালো তিল, কালো উরদ কালো কাপড়ে বেঁধে কোনও গরিবকে দান করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়।

  • যদি আপনার টাকা না থাকে বা অর্থের ক্ষতি হয়, তবে তা বন্ধ করতে পরিবারের সকলের মাথায় সাতবার এক মুঠো কালো তিল ছুঁড়ে বাড়ির উত্তর দিকে নিক্ষেপ করুন। এতে কোনও আর্থিক ক্ষতি হবে না।

  • প্রতি শনিবার দুধে কালো তিল মিশিয়ে 'ওম নমো ভগবতে বাসুদেবায়' জপ করার সময় অশ্বত্থ গাছে নিবেদন করুন। তাতে খারাপ সময় দ্রুত শেষ হয়ে যাবে।

  • মাঘ মাসে প্রতিদিন একটি পাত্রে বিশুদ্ধ জল ও কালো তিল রেখে শিবলিঙ্গে নিবেদন করুন। এই সময়, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকুন। তাতে ক্রনিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।


আরও পড়ুন ; আগামী কয়েকদিন তিন রাশির উপর বিশেষ কৃপাদৃষ্টি শনিদেবের, আপনার রাশি আছে কি সেই তালিকায়?


ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।