নয়া দিল্লি: বসন্ত পঞ্চমী তিথিতে মহাকুম্ভে উপচে পড়া ভিড়। এদিন তৃতীয় অমৃত স্নান উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সোমবার ভোররাত থেকেই প্রয়াগরাজমুখী হয়েছেন ভক্তরা। ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে অমৃত স্নান পর্ব। জ্যোতিষশাস্ত্রমতে, এইদিনে গঙ্গা স্নানের সঙ্গে দানধ্যানের ফলে বিরাট প্রাপ্তি হতে পারে ৷

বর্ণিত আছে এই সময়ে দানধ্যানের ফলে জীবনে আসবে অত্যন্ত বড়সড় মুহূর্ত ৷ বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য আসতে চলেছে অত্যন্ত মোটা টাকা ৷ এই সময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হচ্ছে৷ পঞ্জিকা মতে ৩ ফেব্রুয়ারি সূর্য ও বুধ মকরে থাকবেন ৷ এরফলেই বুধাদিত্য রাজযোগের নির্মাণ হবে ৷

জ্যোতিষ মতে এই রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে ৷ এই সময়ে শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে বিরাজমান, বৃহস্পতি মেষে, শুক্র মীনে থাকবেন৷ এরফলে বেশ কিছু রাশির জন্য বড়সড় মুহূর্ত আসতে চলেছে৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ এই সময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হচ্ছে ৷ 

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন করে জীবন শুরু হতে ৷ কেননা এই রাজযোগ কুষ্ঠির বিদেশ ও ভাগ্যের ঘরে ভ্রমণ করতে চলেছে ৷ কেরিয়ারে হঠাৎ করে উন্নতি হবে, প্রচুর টাকা লেনদেন করতে পারবেন জাতক-জাতিকারা ৷ ধার্মিক ও মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে এবার৷ এই সময়ে টাকা পয়সা সঞ্চয় করতে পারবেন জাতক-জাতিকারা৷ জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে পারবেন ৷ বাড়িতে ধার্মিক ও মাঙ্গলিক কাজ আগের থেকে সম্পন্ন হতে হবে ৷ 

বৃশ্চিক রাশি

বুধাদিত্য রাজযোগের ফলে বিশেল ভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা ৷ কেননা এই রাজযোগ আয়ের ঘরে তৈরি হতে চলেছে ৷ জীবনে ব্যাপক পরিমাণে উন্নতি হতে চলেছে ৷ সব মিলিয়ে জাতক-জাতিকাদের জন্য আসতে চলেছে স্বস্তির খবর ৷

কন্যা রাশি 

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় ৷ যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবার তাঁদের জন্য অত্যন্ত ভাল সময় আসছে ৷ লাভের লাভ হবে, প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে, কাজে বিশেষ পরিমাণে ফোকাস হতে চলেছে ৷ টাকার পাহাড় জাতক-জাতিকাদের জন্য তৈরি হবে ৷

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনে অত্যন্ত বড়সড় প্রভাব আসতে চলেছে ৷ আত্মবিশ্বাস বিশাল রূপে বাড়তে চলেছে জাতক-জাতিকাদের৷ আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যে লাভের মুখ দেখতে চলেছেন জাতক-জাতিকারা ৷ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শারীরিক ও মানসিক দিক থেকে ফিট থাকবেন জাতক-জাতিকারা ৷ অবিচল লক্ষ্য রেখে এগিয়ে যাবেন জাতক-জাতিকারা ৷ হঠাৎ করে টাকা পয়সা পাবেন ৷ আগের বিনিয়োগ থেকে এবার লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ আগের থেকে আরও লাভ পেয়ে থাকবেন জাতক-জাতিকারা ৷

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে