মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি।  এই দিনটি সারা দেশে পৌষ পার্বণ হিসেবে পালিত।  জ্যোতিষশাস্ত্রের হিসেব বলছে, এই দিনটি সূর্য ও শনির মিলনের দিন। কারণ মকর সংক্রান্তিতে সূর্য শনির রাশি মকর রাশিতে প্রবেশ করে। এটি সূর্যের দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণ শুরু হয় ফের। এই মকর সংক্রান্তি ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্র উভয় দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাঙালি হোক বা অবাঙালি, উত্তর ভারতীয় হোক বা দক্ষিণী, মকর সংক্রান্তি হিন্দুদের কাছে এক শুভ পার্বণ, উদযাপনের দিন। এবার ওই দিন পড়ছে একাদশীও পড়ে। এদিন গ্রহের অবস্থান নির্দিষ্ট কয়েকটি রাশিচক্রের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।              

Continues below advertisement

২৩ বছর পর, মকর সংক্রান্তিতে ঘটছে এক দারুণ কাকতালীয় ঘটনা। আগামী ১৪ জানুয়ারি ২৩ বছর পর একাদশী তিথিতে পড়ছে  মকর সংক্রান্তি। এর আগে, ২০০৩ সালে মকর সংক্রান্তি এবং একাদশী একই দিনে ছিল।  এই উৎসবের সঙ্গে তিলের গভীর সম্পর্ক রয়েছে।  মকর সংক্রান্তিতে তিল দেওয়া মিষ্টি খাওয়ার রীতি আছে।   

মকর সংক্রান্তিতে কোন কোন রাশি বিরাট সুঅবস্থানে থাকবে? 

Continues below advertisement

বৃষ রাশি - মকর সংক্রান্তি উৎসব এই রাশির বস্তুগত সুখ ও আয়েশ বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে আপনার উপর নতুন দায়িত্ব আসতে পারে, যা ভবিষ্যতে আর্থিকভাবে লাভজনক প্রমাণিত হবে। শনি এবং সূর্যের আশীর্বাদে, আপনার নতুন প্রকল্পের পরিকল্পনা সফল হবে। 

ধনু - আপনার কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে। একজন প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন। মানুষ আপনার কাজের প্রশংসা করবে। আপনি শনির আশীর্বাদ পাবেন। আপনি বেশ কিছুদিন ধরে যে মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন তা থেকে মুক্তি পাবেন।                  

বৃশ্চিক - মকর সংক্রান্তি উৎসব আয় বৃদ্ধি করবে। ব্যবসায়িক বৃদ্ধি লক্ষিত হবে। যানবাহন বা সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার পড়াশোনার জন্য আপনি অপ্রত্যাশিত আর্থিক সহায়তা পাবেন।                  

ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)