কলকাতা : মকর রাশি রাশিচক্রের দশম রাশি। এর অধিপতি শনি গ্রহ। জেনে নিন মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই নতুন সপ্তাহ, অর্থাৎ ১৩ থেকে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত সময় কেমন যাবে এবং সমস্যা এড়াতে আপনাকে কী কী উপায় অবলম্বন করতে হবে।
নতুন সপ্তাহ কেমন কাটবে মকর রাশির জাতকদের ?
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহ সম্পূর্ণ অনুকূল থাকবে। এই সপ্তাহে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে তাঁদের ঊর্ধ্বতন ও অধীনস্থদের পুরো সহযোগিতা ও সমর্থন পাবেন। আপনার তৈরি পরিকল্পনা সফল হবে এবং সবাই তার প্রশংসা করবে।
ইচ্ছামতো পদ অথবা ইচ্ছামতো স্থানে বদলি হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। আপনি পুরো সপ্তাহ ইচ্ছামতো লাভ পাবেন। বাজারে আপনার সুনাম বাড়বে। ইচ্ছামতো সাফল্যে আপনার উৎসাহ ও পরাক্রম বৃদ্ধি পাবে এবং আপনার ইতিবাচক চিন্তাধারার বৃদ্ধি হবে। আগে করা বিনিয়োগ থেকে লাভের সুযোগ আসবে।
সপ্তাহের পূর্বাংশের তুলনায় উত্তরাংশের সময় আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় আপনি ভাগ্যের পুরো সমর্থন পাবেন এবং আর্থিক বিষয়ে শুভ সংবাদের সম্ভাবনা আছে। পৈত্রিক সম্পত্তি পাওয়ার পথে আসা বাধা দূর হবে। জমি-বাড়ি কেনা-বেচার ইচ্ছা পূর্ণ হবে।
আদালতে যদি কোনও মামলা চলছে, তাহলে আপনি জয়ী হতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষমতা-সরকার অথবা দলের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সম্পর্কের দিক থেকে এই সপ্তাহ সম্পূর্ণ আপনার পক্ষে। ঘর-পরিবারে প্রেম ও সম্প্রীতি বজায় থাকবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে।
মঙ্গলবার কেমন কাটবে মকর রাশির জাতকদের ?
মকর রাশি (Makar Rashi)- চাকরি সম্পর্কিত কোনও কাজের জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। পরিবারে আপনাকে নিয়ে উত্তেজনা থাকবে। কৃষিক্ষেত্রে উন্নতি হবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হবে। পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। আপনি উৎসাহব্যঞ্জক তথ্য পাবেন। বিতর্ক এড়ান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন ; যে দিকেই যাবেন শুধুই ব্যর্থতা, চরম খারাপ সময় এই রাশির; জীবনের প্রতি ক্ষেত্রে হতে হবে জেরবার !