সাল ২০২৫ । মঙ্গল গ্রহের বছর । যদি ২০২৫ এর প্রতিটা সংখ্যা যোগ করা হয়, তাহলে তাহলে বের হয় ৯। সংখ্যাতত্ত্বে, ৯ নম্বরটিকে মঙ্গল গ্রহের সংখ্যা হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মঙ্গলকে সমস্ত গ্রহের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যখন কারও জন্ম তালিকায় মঙ্গল অশুভ অবস্থানে থাকে তার ফলে জাতক প্রতিটি বিষয়ে রেগে যায়। মেজাজ হারায়। নতুন বছরে, যাদের রাশি সংখ্যা ৯ তাদের ২০২৫ সালে নিজেকে রাগ থেকে দূরে রাখতে হবে। মঙ্গল শক্তিশালী না হলে মানুষ রাগে পাগলের মতো আচরণ করতে পারে। এছাড়াও মঙ্গল অশুভ হলে দাম্পত্য জীবনে বাধা আসতে পারে। সম্পর্ক ব্যর্থ হতে পারে । বিবাহ চূড়ান্ত করতে সমস্যা হতে পারে।
মঙ্গলকে শক্তিশালী করতে কী কী করবেন -
ভাল অবস্থানে মঙ্গল থাকলে, তা সমৃদ্ধি ডেকে আনে। সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয়। এটি জাতকে নেতৃত্বের দক্ষতা প্রদান করে। মঙ্গলের সুপ্রভাব মানুষকে সাহসী, কঠোর পরিশ্রমী করে তোলে। মঙ্গল দুর্বল হলে, প্রতিকূল ফলাফল এবং দুর্ভাগ্য বয়ে আনতে পারে। কুণ্ডলীতে মঙ্গল দুর্বল হলে, পরিপাকতন্ত্রে সমস্যা তৈরি করে। গরম এবং মশলাদার খাবার খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন। মঙ্গল গ্রহের অশুভ প্রভাব মানসিক অশান্তি বাড়ায়। অন্যএর ঘৃণার শিকার করে তোলে। বিবাহে বিলম্ব হওয়া একটি দুর্বল মঙ্গলের লক্ষণ। যদিও অন্যান্য গ্রহও বিবাহকে বিলম্বিত করে থাকে। মঙ্গল গ্রহের অবস্থান দুর্বল হওয়ার কারণে কেউ প্রায়শই ক্লান্ত এবং হয়ে পড়তে পারে। রোগের প্রতি প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের কিছু প্রতিকার আছে। যেমন মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা উচিত। বাড়িতে একটি শুভ স্থানে মঙ্গল যন্ত্র স্থাপন করতে পারেন পরামর্শ মেনে। লাল প্রবাল হল ইতিবাচক শক্তির জন্য মঙ্গলের রত্ন, তাই এটি পরা শুভ হবে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং বিতর্কে জড়াবেন না। বিবাহিত জীবন এবং পারিবারিক জীবনে মাথা ঠান্ডা রাার চেষ্টা করুন সচেতন ভাবে। বাড়িতে লাল ফুল লাগানো আপনার মঙ্গলকেও ইতিবাচক করে তুলতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।