কলকাতা : গ্রহের অধিপতি মঙ্গল বৃশ্চিক ও মেষ রাশির অধিপতি। এবছর মঙ্গল গ্রহের শেষ ট্রানজিট শীঘ্রই ঘটতে চলেছে। মঙ্গল যে কোন রাশিতে ৪৫-৫০ দিন থাকে। মঙ্গলকে একজন ব্যক্তির সাহসিকতা, সাহস, শক্তি এবং শক্তির কারণ হিসাবে বিবেচনা করা হয়।


মঙ্গল শীঘ্রই মিথুন থেকে সরে যাবে এবং রবিবার, ২০ অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গল গ্রহের এই ট্রানজিটটি হবে দুপুর ২.২৬ মিনিটে। কর্কট রাশিতে যুদ্ধের কারক মঙ্গলের প্রবেশ এই রাশির জাতক জাতিকাদের সমস্যা বাড়াতে চলেছে। এ সময়ে এর নেতিবাচক প্রভাব দেশ ও বিশ্বে দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের ২০ অক্টোবর থেকে টেনশন বাড়তে চলেছে। 


বৃষ রাশি - এই সময়ে বৃষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আপনার চাকরিতে সমস্যা দেখা দিতে পারে। যদি কোথাও চাকরির চেষ্টা করছেন, তাহলে এখন আপনাকে অপেক্ষা করতে হবে। যে কারণে আপনি চিন্তিত হতে পারেন।


কর্কট রাশি - মঙ্গল রাশি পরিবর্তন করলে সাবধানে থাকতে হবে কর্কট রাশির জাতকদের। আপনার উন্নতি থমকে যেতে পারে। আর্থিক সমস্যা আসতে পারে। যে কারণে আপনার ভোগান্তি হবে। পরিবারে সমস্যায় পড়তে হতে পারে। প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে, অপ্রয়োজনীয় মতবিরোধ এর কারণ হতে পারে।


ধনু রাশি - আপনারও মুশকিল বাড়তে পারে। ছাত্রদের জন্য এই সময়টা কঠিন। কোনও বড় পরীক্ষায় ব্যর্থ হতে পারেন। কিন্তু, পরিশ্রম করা বন্ধ করে দিলে হবে না। কেরিয়ার নিয়ে সমস্যা হতে পারে। সাফল্য পাওয়ার মুখে গিয়েও তা অধরা থেকে যাবে। ব্যবসায় ক্ষতি হতে পারে।


বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে এক জায়গা থেকে অন্যত্র সরে। মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এর আগে ২৬ অগাস্ট মিথুন রাশিতে প্রবেশ করেছিল মঙ্গল। এই দিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। এই গমনের ফলে সমস্ত রাশির উপর এর প্রভাব দেখা যায়। কিছু রাশির জাতক এক্ষেত্রে বিশেষ সুবিধা পান, আবার কিছু রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হয়েছিল।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে