জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে শক্তি, সাহস, বীরত্ব, ক্রোধ ও ভূমির কারক হিসেবে বিবেচনা করা হয়। এই জুলাই মাসেই মঙ্গল কন্যা রাশিতে গোচর করবে। কন্যা রাশি হল বুধের রাশি। মঙ্গল ও বুধের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে, কিছু রাশির জাতকদের এই সময়ে কেরিয়ার, পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে হবে।

Continues below advertisement

মঙ্গলের রাশি পরিবর্তন স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং পরিবারের উপর গভীর প্রভাব ফেলে। রাগ, দুর্ঘটনা, মারামারি এবং অগ্নিকাণ্ড সম্পর্কিত ঘটনা বৃদ্ধি পেতে পারে। এই বছর মঙ্গল ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে এবং ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করবে। এই পরিস্থিতিতে, কিছু রাশিচক্রকে প্রায় দেড় মাস খুব সতর্ক থাকতে হবে।

কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে ?

Continues below advertisement

তুলা রাশি (Tula Rashi)- কন্যা রাশিতে মঙ্গলের গোচর তুলা রাশির জাতকদের মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। খরচ বাড়বে এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনার জন্য উদ্বেগের বিষয় হবে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথা কাজ নষ্ট হয়ে যাবে। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনায় বাধা আসতে পারে।

ধনু রাশি (Dhanu Rashi)- মঙ্গল আপনার রাশিচক্রের দশম ঘরে গমন করবে। কর্মক্ষেত্রে গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকুন, একটা ভুল বিশাল ক্ষতির কারণ হতে পারে। তর্ক বা দ্বন্দ্ব এড়িয়ে চলুন। রাজনীতি থেকে দূরে থাকুন। অন্যথা আপনার ক্ষতি হতে পারে।

মেষ রাশি (Mesh Rashi)- যাত্রা স্থগিত রাখাই ভালো। আপনার আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একটু সাবধানতার সঙ্গে আপনার কাজ করেন, তাহলে এই সময়টি আপনার জন্য ততটাও কঠিন হবে না। এই সময়ে আপনাকে ভয় এবং নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করতে হতে পারে। সম্পত্তি সম্পর্কিত কাজে যারা কাজ করেন তাঁদের সমস্যার সম্মুখীন হতে হবে।

গ্রহদের গতিবিধির উপর নির্ভর করে ভাগ্য নির্ধারণ হয় রাশিচক্রের। যেরকম যেরকম গতিপথ বদল হয়, সেই অনুযায়ী কপালের হেরফের হয় তাদের।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।