কলকাতা : রাত পোহালেই মৌনী অমাবস্যা। মাঘ মাসের এই অমাবস্যার আলাদা মাহাত্ম্য হিন্দু ধর্মে। এমনিতেই অমাবস্যা ও পূর্ণিমাতিথিতে দান ও স্নানের বিশেষ গুরুত্ব দেন অনেকে। তার মধ্যে এই অমাবস্যার আছে বিশেষ মাহাত্ম্য। কেন মৌনী অমাবস্যা। প্রচলিত বিশ্বাস অনুসারে, ঋষি মনু এই তিথিতে জন্মেছিলেন বলে এটির নাম হয়েছে মৌনী অমাবস্যা। এই তিথিতে তাই দান ও বিশেষ পুজোর পাশাপাশি অনেকে মৌনব্রত পালন করেন। বিশ্বাস এতে অশুভ শক্তির বিনাশ হয় । এবার মবাকুম্ভেও মৌনী অমাবস্যার জন্য জড়ো হয়েছেন বহু ভক্ত। 

মৌনী অমাবস্যায় এবার গঠন হচ্ছে ত্রিবেণী যোগ।  এমন ক্ষণে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। সময়টা সাফল্য লাভ করার জন্য বেশ ভাল। এ সময় সবদিক থেকে সুখ, সমৃদ্ধি লাভ হতে পারে। কোন কোন রাশির সময়টা এই তিথিতে বেশ ভাল কাটতে পারে, জেনে নেওয়া যাক। 

বৃষ রাশি              রাশি বৃষ হলে  অমাবস্যা বৃষ রাশির জাতকদের জীবনের অনেক সমস্যার সমাধান করবে। মনে এক অদ্ভূত তৃপ্তি আসবে। চাকরিতে আসা নানা বাধা দূর হবে। আপনার পছন্দের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থাকলে মিটে যেতে পারে।    

কর্কট রাশি               কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ । এই রাশির জাতক জাতিকারা ভাল খবর পেতে পারেন। অংশীদারি কারবারে বিশেষ লাভ আছে । আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হবে।   

মকর রাশি        মকর রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এই সময়টায়। মৌনী অমাবস্যায় ত্রিগ্রহী যোগ গঠিত হওয়ার কারণে মকর রাশির জাতকদের জীবনে সুখের স্রোত আসবে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা আছে। পরিবার থেকে ভালো খবর পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।  

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।