মীন রাশির জাতক-জাতিকাদের ব্যবসা সংক্রান্ত যোগ ভাল থাকার কথা জুলাই মাসে। তবে স্বাস্থ্য ভাল নাও থাকতে পারে। অত্যধিক যাত্রাও করতে হতে পারে জুলাইয়ে। চাকরি থেকে ব্যবসা, শিক্ষা থেকে যাত্রাযোগ, প্রেম, পরিবার সংক্রান্ত বিষয়-আশয় কেমন থাকবে ? দেখে নেওয়া যাক কী বলছে মাসিক রাশিফল। 


মীন : মাসিক রাশিফল (Pisces July Rashiphal)


ব্যবসা ও ধন-সম্পত্তি : ব্যবসায়ীদের সরকারি ক্ষেত্রে লভ্যাংশের যোগ। ১৮ জুলাই পর্যন্ত সপ্তম ভাবে থাকবে বুধ। ফলে ব্যবসায়ীদের জন্য অনুকূল। ব্যবসায় উন্নতির সম্ভাবনা।    


৭ তারিখ থেকে ১৮ জুলাই পর্যন্ত পঞ্চমভাবে বুধ- শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে। ফলে ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কারণে যাত্রা করতে হতে পারে। এবং সাফল্যও আসবে। রাহুর দৃষ্টি সপ্তম ভাবে থাকার কারণে ব্যবসায়ীদের বিদেশ থেকে লভ্যাংশ আসতে পারে। তবে অহেতুক ব্যবসায় বিস্তার চেষ্টা না করাই ভাল। 


বিল্ডিং মেটিরিয়াল ব্যবসা, নিয়োগ এজেন্সি সংক্রান্ত ব্যবসা, ফ্রেম তৈরির ব্যবসায় ভাল লাভের যোগ। মাসের অর্ধেক খুব ভাল চলবে। শেয়ার বাজারে নিয়োগের পরিকল্পনা করছেন ? লাভ মিলতে পারে। 


চাকরি-বাকরি (Job-Career Rashiphal) : কেরিয়ারের বিষয়টি ধরলে এই মাস মধ্যম রূপে ফলদায়ী। ১৫ জুলাই পর্যন্ত সূর্যের দৃষ্টি দশম ভাবে অবস্থান করতে পারে। ফলে চাকরিরতদের ভাল খবর মিলতে পারে। সহকর্মীরা ভরপুর সহযোগিতা করবেন। অফিসে স্থিতি থাকবে অনুকূল। চাকরিতেও প্রভাব ইতিবাচক থাকার কথা। আপনার উপর সিনিয়রদের সস্নেহ দৃষ্টি থাকবে। ১২ জুলাই থেকে কঠিন পরিশ্রমের উপর নজর দিতে হবে আপনাকে। তবেই আসবে সাফল্য। কেরিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান-পতনের সাক্ষী হতে পারে। 


পারিবারিক ও প্রেমজীবন : এই মাসে জীবনে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। ১২ জুলাইয়ের পর থেকে সম্পর্কে নৈকট্য বাড়বে। বিবাহিতদের জন্য জুলাই অনুকূল। তবে পরিবারের হস্তক্ষেপে কারো কারো জীবনে অশান্তি আসতে পারে। ৭ থেকে ১৮ জুলাই, বুধ-শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। ফলে ভাল সময় কাটবে এক-অপরের সঙ্গে। 


শিক্ষার্থীদের জন্য : ৭ থেকে ১৮ জুলাই, ভাল কাটবে । লাভদায়ক হবে এই সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, এমন পরীক্ষার্থীদের জন্য সময় শুভ। নিজের পড়াশোনা ও পরিশ্রমে ভরসা রাখতে হবে। IELTS, AIEED, CLAT, AILET, CUET এবং CAT পরীক্ষার্থীদের অন্য শহরে পড়াশোনার কারণে যেতে হতে পারে। 


স্বাস্থ্য ও যাত্রাযোগ : স্বাস্থ্য বিগড়োতে পারে। তাই সতর্ক থাকা জরুরি। আলস্য ঘিরে ধরতে পারে এমাসে। ৭ থেকে ১৮ জুলাই, বুধ-শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ। ফলে ব্যবসায়িক কারণে অনেক দূরে ভ্রমণ করতে হতে পারে। ১২ জুলাই থেকে স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে বাড়তে পারে কষ্ট।


৬ জুলাই, ২১ জুলাই ও ২২ জুলাই গুপ্ত নবরাত্রি, গুরু পূর্ণিমা ও শ্রাবণ মাসের শুরু উপলক্ষে পূজা অর্চনা করুন মীন রাশির জাতক-জাতিকারা। 


 


তথ্যসূত্র : এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এ বিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্টবিশেষজ্ঞের পরামর্শ নিন