কলকাতা: রথযাত্রার (Ratha Yatra 2024) আগে দুর্যোগের পূর্বাভাসের কথা গতমাসেই জানিয়েছিল হাওয়া অফিস (IMD)। আর সেই পূর্বাভাস মিলিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহেই কম বেশি বৃষ্টি হয়েই চলেছে। কিছু জায়গায় দু-এক পশলা, হালকা-মাঝারি হলেও একাধিক জায়গায় প্রবল বর্ষণের আশঙ্কাও করা হয়েছে। 


আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া- এর প্রতিটা জেলাতেই জুলাইয়ের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে আরও একটু নির্দিষ্ট করে বললে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। এবং আগামীকাল মূলত হলুদ সতর্কতা জারি করা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


অপরদিকে, উত্তরবঙ্গের আজ ৫ জেলায় রয়েছে লাল সতর্কতা। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে।  এবং উত্তর দিনাজপুরে  আজ রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এবং কালও  একইভাবে হলুদ সতর্কতা জারি থাকছে উত্তর দিনাজপুরে।  হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ জুলাই অবধি ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ৬ জেলায়। 


 আরও পড়ুন, জল্পনা শেষ, কবে গড়াবে দিঘার রথের চাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


অপরদিকে, ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। লাগাতার বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে। মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও  চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় গাড়ি। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা। জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি, দাবি শহরবাসীর। ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা। মালদাতেও একটানা বৃষ্টি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। পুরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।