কলকাতা: আগামীকাল ২৪ মার্চ। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য রাখতে হবে। আর্থিক অবস্থার মন দিতে হবে। কারও কথা শুনে বিনিয়োগ করবেন না। প্রেমের সম্পর্কের জন্য দারুণ সময়। চোখের সমস্যার কারণে মাকে দৌড়াদৌড়ি করতে হবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। কাজের প্রতি একটু সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): প্রভাব ও গৌরব বৃদ্ধি পাবে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। অনেক দিন পর কোনও বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। পারিবারিক দায়িত্ব সহজেই পালন করতে পারবেন। কাজের প্রতি আগ্রহ বাড়বে। অবিবাহিতদের জীবনে কোনও নতুন অতিথি আসতে পারে। সম্পত্তি সম্পর্কিত কোনও বিষয়ে পরিবারের বর্ষীয়ান সদস্যদের পরামর্শ নিতে হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): মুলতুবি কাজ সম্পন্ন করার দিন হবে। ধর্মীয় কাজে আগ্রহী হবেন। বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও সম্পত্তি লেনদেন সাবধানতার সঙ্গে করা উচিত। কোনও সরকারি টেন্ডার আটকে থাকেলে তাও পেতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই বা বোনের সঙ্গে বিরোধ হতে পারে। কাজের বিষয়ে আপনি বাবা-মায়ের পরামর্শ নিতে পারেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): সদ্য পরিচিত কারও থেকে সুবিধা পাবেন। কোনও বিষয়ে উদ্বেগ থাকলে তাও দূর হবে। ধর্মীয় কাজে পূর্ণ আগ্রহ বাড়বে। অপরিচিত কারও সঙ্গে টাকা লেনদেনের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। আর্থিক অবস্থা শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবারের কোনও সদস্যের দেওয়া পরামর্শ খুবই কার্যকর হবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): পুরানো বিনিয়োগ থেকে ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মানও বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির জেরে সামাজিক সম্মানও বাড়বে। একসঙ্গে বসে আপনার পারিবারিক সমস্যা সমাধান করতে হবে। কারও কাছ থেকে টাকা ধার করে থাকলে বিপদে পড়বেন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করা উচিত নয়।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): কঠোর পরিশ্রমের ফল পাবেন। কোনও উদ্বেগ থাকে তা অনেকাংশে দূর হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। তবেই ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে। বিবাহিত জীবন আগের চেয়ে ভাল হবে। সহকর্মীদের সঙ্গে কথা বলার আগে ভাবতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। কারও কথায় প্রভাবিত হবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন