কলকাতা: আগামীকাল ৯ জুন। সোমবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে। গাড়ি চালানোর সময় আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যথায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বাবার স্বাস্থ্যের প্রতি আপনার সতর্ক থাকা উচিত। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজে খুশি হতে পারে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): পার্টনারশিপের কাজ করার জন্য ভাল সময় নয়। স্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করুন। সন্তানের বিয়েতে বাধা থাকলে কেটে যেতে পারে। কাউকে টাকা ধার দিলে বিপদে পড়তে পারেন। পরিবারকে আরও বেশি সময় দিতে হবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ব্যবসা শুরু করার জন্য ভাল দিন। স্ত্রীর সঙ্গে লং ড্রাইভে যেতে পারেন। পারিবারিক সমস্যা থাকলে তা মিটবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পরিকল্পনা মাফিক কাজ শেষ করতে পারবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): দিনভর আনন্দ করতে পারবেন। পারিবারিক বিষয়ে চিন্তা বাড়তে পারে। বাইরের কারও সঙ্গে আলোচনা করবেন না। বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজে উৎসাহ পাবেন। ছোট কোনও কারণে চাপে থাকতে পারেন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ব্যবসায়ীদের জন্য সমস্যায় ভরা থাকবে দিন। কাজে বাধা তৈরি করতে পারে সহকর্মীরা। পরিবারে অতিথির আগমন হতে পারে। ভাইদের সঙ্গে ঝামেলা থাকলে তা কথা বলে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও যেতে পারেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): পরীক্ষায় কাঙ্খিত ফল মিলবে। সরকারি চাকরিজীবীরা সুবিধা পেতে পারেন। ভাল কাজে এনার্জি ব্যবহার করুন। সামাজিক কাজে আগ্রহ বাড়বে। মায়ের সঙ্গে কোনও বিষয়ে আপনার তর্ক হতে পারে। কথা মিষ্টিতা বজায় রাখতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন