কলকাতা: ১২টি রাশির চিহ্ন জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। প্রতিটি রাশির জাতকের স্বভাব আলাদা। রাশিফল এবং গ্রহের অবস্থান অনুযায়ী সমস্ত রাশির জাতক-জাতিকাদের স্বভাব, আচরণ ও ব্যক্তিত্বের একটি আন্দাজ পাওয়া যায়। তাঁর রাশিচক্র এবং গ্রহের শুভ ও অশুভ প্রভাব প্রতিটি ব্যক্তির উপর বিভিন্ন রূপে দেখা যায়। কিছু মানুষ প্রকৃতিগত ভাবে শান্ত হন, আবার কেউ কেউ আক্রমণাত্মক প্রকৃতির হয়ে থাকেন। রাশির প্রভাবে এমন কিছু জাতক রয়েছেন যাঁরা সবসময় মানুষের পাশে থাকেন, যাঁদের বিশ্বাস করা যায়।
বৃষ রাশি:
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির জাতক স্বভাবগতভাবে মিশুকে হয়ে থাকেন। সহজেই কারও সঙ্গে মিশে যেতে পারেন। আন্তরিক সম্পর্ক বজায় রাখতে পারেন। খোলাখুলিভাবে নিজেদের মত প্রকাশ করতে এবং নিজেদের চিন্তা গুছিয়ে কারও সামনে রাখতে পারেন। আপনি কোনও প্রকার লজ্জা ও সংকোচ ছাড়াই এদের কাছে আপনার মনের কথা বলতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা ভিতর থেকে যেমন তেমনি বাইরে থেকেও একই রকম। বিশ্বস্ত হিসেবে এদের সুনাম রয়েছে।
মিথুন রাশি:
এই রাশির জাতক-জাতিকারা ভাল বন্ধু বলে প্রমাণিত হয়। এই লোকেরা দ্বিধা ছাড়াই যে কারও সঙ্গে কথা বলতে পারেন। এই কারণেই এদের সহজেই বন্ধুত্ব করার গুণ হয়েছে। এই রাশির জাতকরা তাঁদের চারপাশের লোকেদের স্বাচ্ছন্দ্য দিতে পারে। ফলে অনেকেই এদের সঙ্গে গোপন কথা ভাগ করে নেয়। এই রাশির জাতকরা বন্ধু হয়ে যায় সহজেই। কোনও গোপন কথা জানলেও তাঁরা তা প্রকাশ করেন না। অপরিচিত কাউকেও ভুল পরামর্শ দেন না। এই গুণটিতেই এঁরা আস্থা অর্জন করতে পারে।
তুলা রাশি:
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা বিশ্বস্ত হয়ে থাকেন। পাশাপাশি ভাল বন্ধুও হতে পারেন এরা। কাছের মানুষ এবং বন্ধুদের সমস্ত গোপনীয়তা জানলেও মনে গোপন করে রাখেন এরা। সাধারণত সম্পর্কের প্রতি সৎ হয়ে থাকেন এরা। অন্যদের সমালোচনা শুনলেও সেটা উন্নতির কারণেই ব্যবহার করেন এরা। তুলা রাশির জাতক-জাতিকারা কথা বলা এবং চিন্তা-ভাবনা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে খুব ভাল বলে মনে করা হয়।
মীন রাশি:
এই রাশির জাতকেরা আন্তরিকভাবে বন্ধুত্ব বজায় রাখেন। এই কারণে অনেক সময় তাঁরা নিজেদেরই ক্ষতি করে থাকেন। মীন রাশির লোকেরা অন্যদের সঙ্গে দ্রুত সম্পর্ক গড়ে তোলেন। শুধু তাই নয়, এই জাতকেরা যে কোনও বিষয়ে গভীরভাবে চিন্তা করেন। এই রাশির জাতকেরা বিশ্বস্ত হয়ে থাকেন। এই রাশির জাতকদের একটি বিশেষত্ব হল এরা অন্যের গোপনীয়তা জানলেও কখনও তার সুযোগ নেয় না।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি