বার্ষিক রাশিফল:   নতুন বছর কন্যা লগ্ন, জৈষ্ঠ্যা নক্ষত্র ও বৃশ্চিক রাশিতে শুরু হচ্ছে। জ্যোতিষ অনুসারে, ২০২১-এর তুলনায় কোনও কোনও রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে নতুন বছর অধিকতর স্বস্তিকর হতে পারে। ২০২২-র শুরুতে শনি মকর রাশিতে থাকবে ও বৃহস্পতি কুম্ভরাশিতে থাকবে। এপ্রিলে বৃহস্পতি মীন রাশিতে ও শনি কুম্ভ রাশিতে দেখা যেতে শুরু করবে। এছাড়াও নতুন বছরে রাহুল এ বছর মেষ রাশিতে দেখা যাবে। 



মেষ-  এই রাশির জাতকের ইংরেজি নতুন বছর ২০২২-এ সর্বক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। নতুন বছর নিয়ে আসতে পারে নতুন নতুন সুযোগ। জানুয়ারিতে বুধ মেষ রাশির দশম ক্ষেত্রে বিরাজমান থাকবে। ফলে কেরিয়ারে উন্নতি আসতে পারে। প্রেম বিবাহে আসতে পারে সাফল্য। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীদের কাছে এই বছরে সাফল্যে ভরপুর থাকতে পারে। রাহুর মেষ রাশিতে প্রবেশের সময় ধৈর্য্য সহকারে কাজ করতে হবে। 


বৃষ- এ বছর পরিশ্রমের সুফল মেলার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। শনির কুম্ভ রাশিতে প্রবেশ করায় কেরিয়ারে উন্নতির সম্ভাবনা। চাকরিজীবীদের চাকরি সূত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ আসবে। বিবাহের শুভ যোগের ইঙ্গিত রয়েছে। শিক্ষাক্ষেত্রে ভালো সাফল্যর সম্ভাবনা। গত বছরের তুলনায় এ বছর ধনসম্বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।



মিথুন- এই রাশির জাতকের নয়া বছরে কেরিয়ারে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক জীবনে সুরক্ষার অনুভূতি আসতে পারে। রোজগার বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন বছরে ভালো জায়গায় লগ্নি করতেও সক্ষম হতে পারেন। পেশাদার জীবন খুবই ভালো থাকার সম্ভাবনা। কঠোর পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। 


কর্কট-২০২২ আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। এ বছর আয়ের স্রোতে বৃদ্ধি হবে। কিন্তু সঞ্চয় সংক্রান্ত পরিস্থিতি প্রভাবিত হতে পারে। নতুন বছরে নতুন কোনও কাজও শুরু করতে পারেন। একসঙ্গে অনেক কাজ শুরু করা এড়িয়ে চলতে হবে। এই কাজ পূর্ণ করার ক্ষেত্রে আর্থিক স্বল্পতার সমস্যার মুখে পড়তে হতে পারে। এ জন্য লক্ষ্মীর কৃপা জাতকদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এ বছর ধার নেওয়া বা দেওয়া এড়িয়ে চলাই ভালো। স্বার্থান্বেষী ও চতুর ধরনের লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। হিসেব নিকেশ ভালোভাবে রাখতে হবে। আটকে থাকা ধন প্রাপ্ত করার চেষ্টা করা দরকার। এক্ষেত্রে সাফল্য আসতে পারে।


সিংহ-এই রাশির জাতকের কাছে আর্থিক দিক খুব ভালো হতে পারে নতুন বছরে। ভিন্ন ভিন্ন মাধ্যমে আয় করতে সক্ষম হতে পারেন। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। জমিসম্পত্তি ও বাহনের ক্ষেত্রে নির্ঞঝাট থাকতে পারে। এ বছর ভালো সঞ্চয় করতে সক্ষম হতে পারেন। চাকরিজীবীদের ভালো সাফল্যলাভের সম্ভাবনা। 


কন্যা- এই রাশির জাতকের কেরিয়ারের ক্ষেত্রে নতুন বছর খুব ভালো ফল নিয়ে আসতে পারে। এ বছর ভালো অর্থ উপার্জনে সক্ষমতা আসতে পারে। সরকারি চাকরির চেষ্টা করলে নতুন বছরে সৌভাগ্য়ের উদয় হতে পারে। মনোমতো চাকরিলাভের ভালো সম্ভাবনা রয়েছে। তবে পরিশ্রম চালিয়ে যেতে হবে। সরকারি চাকরি করলে পদস্থ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। 


তুলা- ২০২২-এ এই রাশিচক্রে কেতুর প্রবেশ ঘটতে চলেছে। কেতুকে এক রহস্যময় গ্রহ বলে মনে করা হয়। এতে ছায়া গ্রহও বলা হয়। কেতু ভ্রম তৈরি করে। এজন্য নতুন বছরে আর্থিক ক্ষেত্রে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এতে লোকসান হতে পারে। এ বছর আচমকা লাভের সুযোগ মিলতে পারে। এ বছর ধন সঞ্চয়ের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ২০২২-এ আয়ের তুলনায় ব্যয় বেশি করা উচিত হবে না। এরফলে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। বুধবার গণেশ পূজা করলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। 


বৃশ্চিক- আর্থিক দিক থেকে নতুন বছর খুব ভালো হতে পারে। ব্যবসায় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আটকে থাকা ধনসম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের ভালো সময় যেতে পারে। পরিশ্রমের পূর্ণ সুফল মিলতে পারে। ভাগ্যের অগ্রগতিতে সাফল্য আসতে পারে। চলতি বছরে প্রত্যেক কাজেই সাফল্য লাভের সম্ভাবনা। 


ধনু- নতুন বছর খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জীবনে সুখশান্তি নিরাশ ভাব দূর করতে সফল হবে। নয়া উৎসাহের সঙ্গে কাজ করতে হবে। মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। শত্রুদের পরাস্ত করতে সক্ষম হতে পারেন। ক্রোধ তুলনায় একটু বেশি থাকতে পারে। আশঙ্কার ভাবনাও মনে আসতে পারে। জীবিকার ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি আসতে পারে। জানুয়ারির শুরুতে চাকরি বা ব্যবসায় কিছু সংশোধন করে নয়া কার্যপ্রণালী গ্রহণ করতে হবে। অফিসে নেতিবাচক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ীরা বছরের শুরুতে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। ঋণ গ্রহণে আগ্রহীদের কিছুটা ধৈর্য্যের পরিচয় দিতে হবে। 


মকর- নতুন বছরের শুরুতে কিছুদিন ধৈর্য্য অবলম্বন করতে হবে। মনে নানান ধারনার উদয় হতে পারে। ফলে কী করা যায়, কী না করা যায়, এমন দ্বিধার পরিস্থিতি দেখা দিতে পারে। সেজন্য ধৈর্য্য ধরা উচিত। আটকে থাকা কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে নজর দিতে হবে। ধারের পরিকল্পনা থাকলে আগে কোনও ধার থাকলে, তা শোধ করার পরিকল্পনা করতে হবে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষের দিকে মানসম্মান বৃদ্ধির সম্ভাবনা। বছরের শেষের দিকে ব্যাপক সাফল্য হাতে আসতে পারে সর্বক্ষেত্রেই। সেক্ষেত্রে সুযোগ হাতছাড়া করা যাবে না। শিক্ষা ও কেরিয়ার উভয় ক্ষেত্রেই পরিশ্রমের ফল প্রাপ্তির যোগ রয়েছে।


কুম্ভ-নতুন বছরে ধন উপার্জনের জন্য তৈরি পরিকল্পনায় সাফল্য আসতে পারে।মনোমতো সাফল্য আসবে। ভাগ্য সহায় থাকায় সুযোগের সংখ্যাও বাড়বে। ২০২২-এর শুরু থেকেই সময় ভালো থাকবে। নতুন পরিকল্পনা ও নীতি প্রণয়নেও সাফল্য আসবে। যে কাজ আগেই করেছেন, যার ফল এখনও প্রাপ্ত হয়নি, সেই ফল নতুন বছরে পেতে পারেন। সঞ্চিত কর্মের ফলই ভাগ্য হিসেবে প্রতিভাত হতে পারে। ভাগ্যের দ্বারের চাবি প্রচেষ্টাইতেই খুলতে পারে। 


মীন- চলতি বছরের শুরুতেই আপনার চিন্তাভাবনা গুরুত্ব পেতে পারে। নতুন চিন্তাভাবনায় অগ্রগতি দেখা যেতে পারে। কঠোর পরিস্থিতিতে সংঘর্ষে সাফল্য আসতে পারে। নতুন বছরে অভিজ্ঞতা সঞ্চয় হবে। সরকারি কর্মীদের কর্মস্থলে প্রভাব বাড়তে পারে। কিছু আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে। সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। কোনও কোনও মাসে খরচ বেশি হতে পারে। সেইসঙ্গে ধনপ্রাপ্তির যোগও রয়েছে। জমি-জমা ও বাড়ি সংক্রান্ত বিষয় থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন বছরের মাঝামাঝি সময় থেকে কেরিয়ারে অধিকতর উচ্চতায় পৌঁছতে পারেন। এই সময় বাকসংযমের আবশ্যকতা রয়েছে। নতুন বছরে শিক্ষা ও কেরিয়ারের ক্ষেত্রে একাধিক সুযোগ আসবে।