নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ২০২৫ সালে কয়েকটি গ্রহের ট্রানজিট হতে চলেছে। রাহু-কেতুও ২০২৫সালে তাদের রাশি পরিবর্তন করবে। বর্তমানে, রাহু মীন রাশিতে উপবিষ্ট। কেতু রয়েছে কন্যা রাশিতে । রাহু ও কেতু নাম শুনেই অনেকে ভয় পান। তবে রাহু বা কেতুর প্রভাবে যে শুধু মন্দই হয়, এমনটা নয় ! রাহু ও কেতুর গমনে আগামী বছর ৫টি রাশির ভাগ্য খুলে যেতে পারে। লটারি লেগে যাওয়ার মতো সৌভাগ্য হতে পারে। জেনে নিন কোন কোন রাশিগুলো রাহু ও কেতুর জন্য লাভবান হবে।
আগামী বছর ১৮ মে রবিবার বিকাল সাড়ে চারটেয় রাহু ও কেতুর ট্রানজিট ঘটবে। রাহু এবং কেতু প্রায় ১৮ মাস ধরে যে কোনো রাশিতে অবস্থান করে। এর পরে রাশিচক্র পরিবর্তন করে। রাহু ২০২৫ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কেতু সিংহ রাশিতে গমন করবে। রাহু এবং কেতু একসঙ্গেই ২০২৫ সালে কয়েকটি রাশির ভাগ্য উজ্জ্বল করে দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক রাহু ও কেতুর পরিবর্তনের ফলে কোন রাশিগুলি উপকৃত হবে।
মিথুন - ২০২৫ সালটি মিথুন রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর যাত্রায় লাভবান হবেন। সাফল্য আপনার পায়ে এসে পড়বে। আপনার বাকি থাকা কাজ এই বছরে শেষ হবে। চাকরি ও কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন। যে কোনও কাজই পূর্ণ নিষ্ঠার সঙ্গে করতে হবে।
মকর রাশি- ২০২৫ সালটি মকর রাশির জাতকদের জন্য বেশ লাভজনক হতে পারে। রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পর এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। ভ্রমণের সুযোগ হতে পারে। কাজে উন্নতি হবে। আপনার পরিশ্রম ফল দেবে। পরিবারের সঙ্গে বিবাদের অবসান হবে। সম্পত্তি থেকে লাভ হবে।
মীন রাশি- ২০২৫ সালটি মীন রাশির জাতকদের জন্য চমৎকার হবে। রাহু ও কেতুর রাশি পরিবর্তনের কারণে মীন রাশির জাতকরা লাভের সুযোগ পাবেন। চাকরিতে আয় বাড়তে পারে । অন্যান্য উৎস থেকেও আয় হতে পারে। পরিবারে সুখ থাকবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।