চলতি সপ্তাহটি স্বাস্থ্যর দিক থেকে বেশির ভাগ রাশির কাছেই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষত কর্কট, কন্যা এবং বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক লাভ হতে পারে  বৃষ এবং ধনু রাশির মানুষদের। এছাড়া কোন রাশির ভাগ্যে কী, জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদ। 


মেষ: বিবাহিত ব্যক্তিদের পারিবারিক জীবন ভাল কাটবে।  সম্পর্কের মধ্যে রোমান্সের অভাব হবে না।  চাকরিজীবীদের জন্য, সময় আপনার অনুকূলে থাকবে। ব্যবসায়ী শ্রেণীর জন্য মুনাফা অর্জনের সময় হবে। আয় বাড়বে। কিছু খরচও থাকবে । তবে উদ্বেগ বাড়বে না। এই সপ্তাহে আপনি নিজের জন্য পোশাক , মোবাইল ফোন বা ল্যাপটপের মতো কিছু কিনতে পারেন। স্বাস্থ্য ভালই থাকবে। 


বৃষ: এই সপ্তাহটি আপনার জন্য ভাল কাটবে।  সময়টি উত্থান-পতনে পূর্ণ হবে। গার্হস্থ্য জীবন স্বাভাবিক হবে।  সমস্যা সমাধানের জন্য আপনার তৃতীয় ব্যক্তির প্রয়োজন হবে না।  কাজ উপভোগ করতে পারবেন এ। ব্যবসায়ীদের লাভের সময়। পরিকল্পনা সফল হবে। স্বাস্থ্যে উত্থান-পতন থাকবে। ছোটখাটো সমস্যায় ভুগবেন।


মিথুন: সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা থাকবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবন সুখী হবে । স্ত্রী আপনাকে কাজে সাহায্য করবে। চাকরিজীবীরা কাজে আনন্দ পাবেন। চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে।  অসুস্থ হয়ে পড়তে পারেন। খাদ্যের দিকে বিশেষ মনোযোগ দিন। ভ্রমণের জন্য এই সপ্তাহটি শুভ।


কর্কট: প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে। চাকরিজীবীরা তাদের কাজ উপভোগ করবেন। হাতে প্রচুর সময় থাকবে। পরিবারকে সময় দেবেন। ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সপ্তাহটি আনন্দদায়ক হবে।  ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে।  আয়ও বৃদ্ধি পাবে।  


সিংহ: প্রেমে সুখ পাবেন।  কাজ উপভোগ করবেন । চাকরি ক্ষেত্রে  আপনার ভাবমূর্তিকে শক্তিশালী হবে। পারিবারিক দায়িত্ব বুঝে নিতে হবে।  ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় সুবিধা পাবে । স্বাস্থ্য ভালো থাকবে। 


কন্যা: এই সপ্তাহটি প্রথম থেকেই আপনার জন্য কিছু ভালো খবর নিয়ে আসবে। জীবন উপভোগ করুন।  বিবাহিতদের গার্হস্থ্য জীবন কিছুটা উত্তেজনার মধ্যে দিয়ে যাবে। আপনি এবং আপনার স্ত্রী পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাবেন। চাকরিজীবীরা কাজের ক্ষেত্রে  প্রশংসা পাবেন। বেতন বাড়ানোর কথা হতে পারে।  ব্যবসা বাড়বে। শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পাবে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।