শনি প্রচণ্ড ধীর গতিতে চলা একটি গ্রহ। এই গ্রহের চলার গতি এতটা কম যে এক রাশি থেকে অন্য রাশিতে যেতে কম করে আড়াই বছর সময় লাগে। বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে। ২০২৫ সালে শনির পরবর্তী গোচর হবে।


২০২৩ সালের জানুয়ারি মাস শনি কুম্ভ রাশিতে প্রবেশ করছিল। শনির কুম্ভ রাশিতে গোচরের ফলে মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের শনির সাড়ে সাতি চলছে। আর কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের ওপর ঢাইয়ার প্রভাব রয়েছে। যা আড়াই বছর থাকে। শনিদেব ২০২৫ সালে ২৯ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে বিরাজমান থাকবে।


২০২৫ সালের ২৯ মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবে। শনির রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। তার গোচরের প্রভাব সমস্ত রাশিতে লক্ষ্য করা যায়। কোনও রাশিতে তার শুভ প্রভাব পড়ে আর কোনও রাশিতে তার অশুভ প্রভাব পড়ে। কুম্ভ থেকে শনি মীন রাশিতে প্রবেশ করার পর মকর রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব শেষ হবে। তবে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের ওপর শনির সাড়ে সাতির প্রভাব থাকবে। শনির এই বক্রী গোচরের ফলে কর্কট ও বৃশ্চিক রাশি জাতকরা শনিদেবের ঢাইয়ার প্রভাব থেকে মুক্ত হবেন। অন্যদিকে সিংহ ও ধনু রাশির জাতকদের ওপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে।  


জেনে নিন কোন রাশির জাতকদের ২০২৫ সালের মার্চ মাসের পর থেকে সতর্ক থাকতে হবে-


মেষ রাশি- মেষ রাশির জাতকদের ২০২৫ সালের মার্চ মাসের পর থেকে সতর্ক থাকতে হবে। ওই সময় থেকে মেষ রাশির জাতকদের ওপর শনির সাড়ে সাতির প্রথম প্রভাব শুরু হয়ে যাবে। এই সময় মেষ রাশির জাতকদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যে চাকরি করছেন তা চলে যেতে পারে বা চাকরির চেষ্টা করলেও তা পাওয়া কঠিন হতে পারে। অনেক চেষ্টার পর আপনি চাকরি পেতে পারেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের অনেক কঠিন কাজ করতে হতে পারে।


কুম্ভ রাশি- ২০২৫ সালে কুম্ভ রাশির জাতকদের শনির সাড়ে সাত সাতির প্রকোপ সামলাতে হতে পারে। ২০২৫ সালে কুম্ভ রাশির জাতকদের শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলবে। এই সম কুম্ভ রাশির জাতকদের চাকরির জায়গায় মুশকিল হতে পারে। যদি আপনি চাকরি করনে তাহলে তা চলে যেতে পারে। টাকা খরচের বিষয়টি নিয়ন্ত্রণ করুন। ব্যবসা বড় কোন ক্ষতি হতে পারে। যার জন্য আপনি ব্যাঙ্ক থেকে ঋণও নিতে হতে পারে। 


মীন রাশি-  মীন রাশির জাতকদের ২০২৫ সাল প্রচণ্ড সাবধানে থাকতে হতে পারে। এই রাশির জাতকদের ওপর শনির সাড়ে সাতির দ্বিতীয় গোচর থাকবে। এই সময় মীন রাশির জাতকদের নিজেদের স্বাস্থ্যর প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য খারাপ হওয়ার প্রচুর সমস্যা হতে পারে। স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য আপনার প্রচুর টাকা খরচও হতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।