কলকাতা: ভারতীয় ক্যালেন্ডার অনুসারে জুলাইয়ের সময় থেকেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। এই সময় ভগবান শিবের আরাধনা করে থাকেন বহু ভক্ত। এই বছর ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর সোমবার থেকেই শুরু হচ্ছে এটি। শাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। এই মাসে ভগবান শিবের পুজো করলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়। ভক্তের নানা ইচ্ছের ফল মেলে। বিশ্বাস যে এই সময় ভগবান শিবের পুজো করলে খুব তাড়াতাড়া ফল মেলে। ১৯ আগস্ট শেষ হবে শ্রাবণ মাস। এই মাসে বেশ কিছু রাশির জাতক-জাতিকার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। কিছু কিছু রাশির উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হবে।
কর্কট রাশি:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতকদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে, তাঁদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। কর্কট রাশির শাসক গ্রহ হল চন্দ্র, যা ভগবান শিবের প্রতিনিধিত্ব করে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকারা অবশ্যই শ্রাবণ মাসে ভগবান শিবের আশীর্বাদ পাবেন। এর ফলে আপনার উন্নতির পথে বাধা দূর হবে। এই পুরো শ্রাবণ মাসে শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করুন।
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের রাশি হিসাবে বিবেচিত হন। এর ফলে এই রাশির জাতক-জাতিকা ভগবান শিবের বিশেষ আশীর্বাদ এবং ভালবাসা পেয়ে থাকেন। আসলে মকর রাশির অধিপতি হলেন শনিদেব। মকর রাশির লোকেরা ভগবান শিবকে তাঁদের দেবতা মনে করে। ভগবান শিবের আশীর্বাদ পেতে এই গোটা শ্রাবণ মাসে জল দিয়ে ভগবান শিবের অভিষেক করতে পারেন।
কুম্ভ রাশি:
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। কুম্ভ রাশির জাতকদের উপর তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়ে থাকে। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো করতে পারেন। এমন করলে আপনার সকল ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এর পাশাপাশি, শ্রাবণ মাসে মন্দিরে যেতে পারেন। জলে কালো তিল মিশিয়ে ভগবান শিবের পুজো করতে পারেন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন, প্রবল আতঙ্ক