নিউটাউন: আগুন-আতঙ্ক নিউটাউনে (Fire at Newtowm)। বৃহস্পতিবার নিউটাউনের আকাঙ্খা মোড়ে অভিজাত আবাসনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। আচমকা আগুন লাগায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে আবাসনের মধ্যে প্রায় ২০ থেকে ২২ জন আটকে পড়েন। দ্রুত এলাকায় পৌঁছয় দমকল। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ফ্ল্যাটের আবাসিকদের। গুরুতর অসুস্থ হয়েছেন ১ জন, ভর্তি করা হয়েছে হাসপাতালে।
রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, 'বিধানসভা থেকে এসেছি। খবর পেলাম এখানে কিছু মানুষ আটকে আছে। দমকল, পুলিশ খবর পেয়ে চলে এসেছেন। একজনই অসুস্থ হয়েছেন। প্রাথমিক ভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট বা কেবলের কিছু থেকে হয়েছে, আমি কনফার্ম না। আমিও এসে শুনলাম।' সূত্রের খবর, ১০-১১ তলার কোথাও আগুন লেগে থাকতে পারে।
যে আবাসনে আগুন লেগেছে, সেটি ধোপদুরস্ত একটি আবাসন। বহুতলে অগ্নিনির্বাপন ব্য়বস্থা পর্যাপ্ত ছিল কি না তা স্পস্ট জানা যায়নি। তবে রাজারহাট-নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের মতে আবাসন যা ছিল তাতে মনে হয়েছে সব ব্যবস্থাই ছিল। তবে এনকেডিএ এই ফ্ল্যাটের প্ল্যান পাশ করে, সেখান থেকে সবটা জানা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সুড়ঙ্গপথে পালিয়েও হল না শেষরক্ষা! মোবাইল ধরিয়ে দিল কুলতলি কাণ্ডের সাদ্দামকে