কলকাতা: পঞ্চাঙ্গ অনুসারে আজ ১৮ সেপ্টেম্বর ভাদ্রমাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথি। এই দিন চন্দ্র মকর রাশি গোচর করাচ্ছে। বিশেষ উল্লেখযোগ্য যে, শনিবারের দিন দ্বাদশী তিথি ও ত্রয়োদশী তিথির বিশেষ সংযোগ তৈরি হয়েছে। 


পরিবর্তনী একাদশী ব্রত (Parivartini Ekadashi)-পরিবর্তনী একাদশী ব্রতের পালন-পরিবর্তনী একাদশী ব্রত ১৭ সেপ্টেম্বর পালন শুরু হয়েছিল। একাদশীর ব্রত ভগবান বিষ্ণুর প্রতি সমর্পিত। এই ব্রতকে সমস্ত ব্রতের শ্রেষ্ঠ বলে গন্য করা হয়। মান্যতা অনুসারে, একাদশীর পালন অর্থাৎ সমাপন দ্বাদশী তিথিতে করা হয়ে থাকে। আজ শনিবার দ্বিতীয়া তিথি। পঞ্চাঙ্গ অনুসারে, ১৮ সেপ্টেম্বর সকাল ০৬ টা ৫৬ মিনিটে দ্বাদশী তিথি সমাপ্ত হয়েছে। এই দিন পরিবর্তনী একাদশীর সমাপন সকাল ছয়টা ৭ মিনিট থেকে থেকে শুরু করে সকাল ছয়টা ৫৪ পর্যন্ত করা যেতে পারে। 


শনি প্রদোষ ব্রত (Shani Pradosh 2021 Date)- ১৮ সেপ্টেম্বর শনিবার সকাল ছয়টা বেজে ৫৪ মিনিয়ে ত্রয়োদশী তিথি শুরু হয়েছে। ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত রাখা হয়। এই ব্রত ভগবান শিবের প্রতি সমর্পিত। এবার ত্রয়োদশী তিথি শনিবার পড়েছে। এ কারণে একে শনি প্রদোষ ব্রতও বলা হয়। ভগবান শিবের উপাসকরা প্রদোষ ব্রততে শিবের বিশেষ আরাধনা করেন। শনিদেব ভগবান শিবের উপাসক। ভগবান শিবের পুজো করলে শনিদেব প্রসন্ন হয়ে থাকেন। আজ শনি প্রদোষ ব্রত। এ জন্য শনিদেবের পুজো বিশেষ গুরুত্বপূর্ণ।


মহিমা শনি দেব-শনিবারের দিন শনি দেবের প্রতি সমর্পিত। শনিবারের দিন একসঙ্গে বেশ কয়েকটি বিশেষ যোগ তৈরি হচ্ছে। এজন্য শনি দেবের পুজো বিশেষ পূণ্য প্রদানকারী বলে মনে করা হয়। বর্তমান সময়ে মিথুন, তুলা রাশির ক্ষেত্রে শনির ঢেইয়া ও মকর, কুম্ভ রাশির ওপর শনির সাড়ে সাতি পড়েছে। এ জন্য এই পাঁচ রাশির জাতকের শনিবার বিশেষ পুজো করা উচিত। একইসঙ্গে যাঁদের জীবনে শনি অশুভ ফল প্রদান করছেন, তাঁদের আজকের দিন শনি পুজোর জন্য উত্তম।