কলকাতা: জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে রাশি পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কোনটি শুভ বা অশুভ প্রভাব ১২টি রাশির ব্যক্তির উপর দেখা যায়। শনি এই বছর ২০২৫-এ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন। শনির রাশি পরিবর্তন থেকে সব রাশির উপর ভালো ও খারাপ প্রভাব পড়তে পারে। প্রায় ৪০ দিনের জন্য শনি অস্ত অবস্থায় থাকবেন। শনির অস্ত হওয়া কিছু রাশির জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ হবে। পঞ্চাঙ্গ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে শনি অস্ত অবস্থায় যাবেন। ৯ এপ্রিল ২০২৫, বুধবার সকাল ৫টা ৩ মিনিট পর্যন্ত শনি অস্ত থাকবেন। 


কুম্ভ রাশি- কুম্ভ রাশির জন্য শনি অস্ত হওয়া মিশ্র ফল দেবে। শনির উপায় গ্রহণ করলে লাভ হবে। গরিব লোকদের সাহায্য করবেন, খাবার খাওয়ান বা দান করুন। শনির কৃপা পেতে পারেন।


বৃশ্চিক রাশি- শনি অস্ত হওয়া বৃশ্চিক রাশির জন্য ক্ষতিকারক হতে পারে। এক কাজে মন বসবে না। নতুন চেষ্টা করবেন এবং কিছু বেশি অর্জনের ইচ্ছা থাকবে, কিন্তু মানসিক চাপ থাকবে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা ভালো। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।


সিংহ রাশি- সিংহ রাশির জন্য শনির অস্ত হওয়া ভালো নয়। এই রাশির উপর নেতিবাচক প্রভাব দেখা যাবে। অকারণ মানসিক চাপ তৈরি হবে। সম্পর্ক তৈরি হওয়ার আগেই ভেঙে যাবে। শনি অস্ত হওয়ার ফলে চাকরিজীবীদেরও সমস্যার সম্মুখীন হতে হতে পারে। সম্পর্কের মধ্যে ফাটল ধরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। খরচ বাড়তে পারে। আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে। কম কথা বলা ভালো হবে, না হলে অকারণ ঝামেলায় পড়তে পারেন।


কর্কট রাশি- কর্কট রাশির লোকদের একটু সাবধানে থাকতে হবে। অকারণ মানসিক চাপ আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন, নাহলে স্বাস্থ্য খুব খারাপ হতে পারে। অকারণ ঝামেলায় পড়তে পারেন। খরচা বেশি এবং লাভ কম থাকবে। পরিবারের লোকদের সাথে মনোমালিন্য হতে পারে।


মেষ রাশি- মেষ রাশির জন্য শনি অস্ত হওয়া ক্ষতিকারক হতে পারে। আর্থিক অবস্থার উপর প্রভাব দেখা যেতে পারে। খরচা বেশি হতে পারে। ঋণ নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বেতনের উপর প্রভাব দেখা যাবে। কোথাও যদি বিনিয়োগ করছেন বা খরচ করার কথা ভাবছেন তাহলে একটু ভেবে-চিন্তে করুন।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে