জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের  প্রত্যক্ষ এবং বিপরীতমুখী গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি নির্দিষ্ট সময়ের পরেপ্রত্যক্ষ হয় বা পিছিয়ে যায়। তার প্রভাব পড়ে সব রাশির উপরই কারও ক্ষেত্রে ভাল, কারও ক্ষেত্রে মন্দ।  শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিপরীতমুখী গতিতে আছেন। অর্থাৎ এই গ্রহ পিছু হাঁটছে। এই সময়টা অনেক রাশির জাতকদের একটি চাপে ফেলে। শনি আর ঠিক ৯ দিন পরেই প্রত্যক্ষ গতিতে চলে আসবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব ১৫ নভেম্বর কুম্ভ রাশিতেই প্রত্যক্ষ গতিতে আসবেন।  
শনিও সবচেয়ে ধীর গতির গ্রহ। শনি কুম্ভ রাশিতে প্রায় আড়াই বছর ছিল। এবার যাবে মীন রাশিতে। আগামী বছর শনির রাশি পরিবর্তন।  
জেনে নেওয়া যাক,  শনি কুম্ভ রাশিতে প্রত্যক্ষ হওয়ার জন্য কোন রাশির জাতকরা কাজের জায়গায়, ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর সুবিধা পাবেন। 


বৃষ রাশি: 
বৃষ রাশির জাতক জাতিকাদের সব কাজ ভবিষ্যতে সুসম্পন্ন হবে। শনিদেবের এই চলনে বৃষ রাশির জাতকরা  পেশাগত সুবিধা পাবেন। কাজের জায়গায় নানা সুবিধা পাবেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের সবরকম অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আপনার পরিশ্রম। 
মেষ রাশি: 
শনি প্রত্যক্ষ হওয়ায় মেষ রাশির জাতকদের জন্য শুভ ফল আসবে।  শনির গতির প্রভাবে কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনের সহযোগিতা পেতে পারেন। মেষ রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন । যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরাও ভালো সুযোগ পেতে পারেন। আপনি যদি কিছু নতুন কাজ শুরু করতে চান তবে তার জন্যও সময়টি বেশ অনুকূল হবে। 
কুম্ভ রাশি:
শনির প্রত্যক্ষ গতি কুম্ভ রাশির জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। অনেকদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে।   শনির প্রত্যক্ষ গতি সমস্ত আকস্মিক ক্ষতি আটকে দেবে।  কর্মক্ষেত্রে বহু কাঙ্খিত সাফল্য পাবেন। এর ফলে কিছু আর্থিক লাভও হতে পারে। 
কন্যা রাশি: 
শনির সরাসরি গতির জন্য কন্যা রাশির জাতকরা পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। বাড়ির কেউ যদি দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকেন, তাহলে এবার স্বস্তি পেতে পারেন। আদালতে মামলা চললে তাতেও রায় আপনার পক্ষে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের জন্যও সময়টা ভাল। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।