কলকাতা: শনি দেবতাকে নিয়ে মানুষের মনে ভয় ও ভক্তি দুটোই রয়েছে। শনিঠাকুরের (Shani Astrology Tips) কৃপা থাকলে যেমন সব কিছুই মেলে। তেমনই রাশিতে শনি দুর্বল হলে বা শনির মহাদশা চললে অশান্তিতে ভরে ওঠে জীবন। বড়ঠাকুর (Borothakur) ক্রোধিত থাকলে কিছু প্রতিকারের ব্যবস্থা সত্যি করা যায়। শনিবার করে নিয়ম মেনে উপাচার-সহযোগে শনিদেবের আরাধনা করলে হাতেনাতে মেনে ফল। শনিবার করে কী কী দিয়ে পুজো করা উচিত? কাকে দান করবেন? কী কী প্রতিকার রয়েছে? 


ক্রোধিত শনিদেবকে শান্ত করার জন্য শ্রাবণ মাস বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস ভগবান শিবের (Lord Shiva Blessing) আরাধনার বিশেষ মাস। বিশ্বাস করা হয় এই সময় প্রতি শনিবার বিশেষ উপাচার দিয়ে শনি মহারাজের পুজো করলে সন্তান সম্পর্কিত সমস্যার সমাধান হতে পারে। আর্থিক সমস্যা এবং ঋণ থেকে মুক্তি পেতে পারেন। কোনও ব্যক্তি স্বাস্থ্য ও সুরক্ষার দিকেও লাভ মেলে। কমতে পারে শনির সাড়ে সাতি ও ধাইয়ার অশুভ প্রভাব। কিন্তু এক এক রাশির জাতকরা এক একরকম ভাবে বড়ঠাকুরকে তুষ্ট করতে পারেন।



শ্রাবণের প্রতি শনিবার কী করবেন?


মেষ- ভগবান শিবকে বেলপত্র নিবেদন করুন এবং শনি মন্ত্র জপ করে শনিঠাকুরের পুজো করুন।
বৃষ- পিপুল গাছের নীচে প্রদীপ জ্বালান। ওম নমঃ শিবায় জপ করুন।
মিথুন- শনি স্তোত্র পাঠ করুন। কোনও মন্দির চত্বরে বা বাড়ির মন্দির চত্বরে একটি পিপুল গাছ লাগান।
কর্কট - কাউকে খাদ্য দান করুন। অসহায়দের সাধ্যমত সাহায্য করুন। 
সিংহ- শ্রাবণের প্রতি শনিবার সর্ষের তেল দান করে শনিঠাকুরের পুজো করুন।
কন্যা- ভগবান শিবকে বেলপাতা নিবেদন করুন। বড়ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো দিন।
তুলা- কালো মসুর ডাল দান করে শনিঠাকুরের পুজো করুন। ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন।
বৃশ্চিক- শনিদেবের চালিসা পাঠ করুন। 
ধনু- শ্রাবণের কোনও শনিবার শনি যন্ত্র স্থাপন করুন।
মকর- ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করুন এবং ৪টি ঘিয়ের প্রদীপ জ্বালান।
কুম্ভ- কালো জিনিস দান করুন, এতে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
মীন- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব এড়াতে শনি মন্ত্র জপ করুন। শিবকে দুধ দিয়ে অভিষেক করুন।


দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে  ABPLive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: শ্রাবণ মাসে শিবের বর কাদের ভাগ্যে? কারা উঠবেন ফুলেফেঁপে