Jio Recharge Plan: সম্প্রতি রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocom) তাদের ৯৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান (Jio 999 Prepaid Recharge Plan) ফিরিয়ে এনেছে আরও বেশি সুযোগ-সুবিধা সমেত। এমনকি বেড়েছে এই রিচার্জ প্ল্যানের মেয়াদও। আগে ৯৯৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা ৮৪ দিনের সুবিধা পেতেন। এখন দেখে মোট ৯৮ দিন পরিষেবা পাওয়া যাবে এই প্ল্যানে। অর্থাৎ আগের তুলনায় ১৪ দিন মেয়াদ বেড়েছে জিও- র ৯৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের।
কিন্তু কাটছাঁট হয়েছে নতুন প্ল্যানের দৈনিক ডেটা পরিষেবায়। আগে ৯৯৯ টাকার এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন ৩ জিবি ডেটা পেতেন। বর্তমানে পাবেন ২ জিবি। অর্থাৎ প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে যেহেতু প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে জিও- র ৯৯৯ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে সেখানে ইউজাররা ৫জি কানেক্টিভিটির সাপোর্ট পাবেন। অর্থাৎ জিও- র হাই স্পিডের ট্রু ৫জি সার্ভিস পাওয়া যাবে। আপনার ৫জি ডিভাইস থাকলেই এই সুবিধা পাবেন আপনি। এইসবের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধাও থাকছে ইউজারদের জন্য।
রিলায়েন্স জিও তাদের ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে ইউজারদের জন্য কী কী সুবিধা রয়েছে দেখে নিন
- ৫১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও ইউজারদের দেবে ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা।
- ১০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি পরিষেবা।
- ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি সার্ভিস।
৬১ টাকার ৫জি আপগ্রেড অ্যাড-অন প্ল্যানটি বন্ধ করে দিয়েছে জিও। এই রিচার্জ প্ল্যানে ইউজার তার মোবাইলে থাকা যেকোনও অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গেও ৫জি সার্ভিস পেতেন। ৬ জিবি ডেটা পাওয়া যেত এই প্ল্যানে। জিও এই রিচার্জ প্ল্যান সরিয়ে ইউজারদের জন্য চালু করেছে ১০১ টাকা। বলা ভাল ৬১ টাকার প্ল্যানটির দাম বেড়েছে ৪০ টাকা।
কী কী নতুন সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে জিও- র ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে, দেখে নিন
প্রতিদিনের ডেটা লিমিট কিংবা ফ্রি এসএমএসের সংখ্যা বাড়ানো হয়নি। বরং বেড়েছে জিও- র ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ। ২৮ দিনের পরে এবার ৩০ দিনের জন্য এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। ৩৪৯ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানকে 'হিরো ৫জি' নাম দিয়েছে রিলায়েন্স জিও সংস্থা। এক্স মাধ্যমে জিও কর্তৃপক্ষ এও জানিয়েছেন যে সংস্কার করার পর তাদের ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ইউজারদের আনলিমিটেড ৫জি পরিষেবাও দেবে সেই সব এলাকায় যেখানে জিও- র ট্রু ৫জি সার্ভিস চালু রয়েছে। আক্ষরিক অর্থেই এবার এই রিচার্জ প্ল্যান ইউজারদের একমাসের পরিষেবা দেবে। নতুন করে তৈরি হওয়া ৩৪৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও সংস্থা ইউজারদের প্রতিদিন ২ জিবি করে ডেটা দেবে। এছাড়াও আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধা রয়েছে। আগে এই প্ল্যানের খরচ ছিল ২৯৯ টাকা। তবে সেই প্ল্যানের দাম ৫০ টাকা বাড়িয়েছে জিও সংস্থা।
আরও পড়ুন- একমাস ধরে ফোনে বন্ধ ইন্টারনেট, বিলে ছাড় পাবেন আপনি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।