শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। তাই যে কোনও গ্রহের উপর শনির প্রভাব দীর্ঘস্থায়ী।  শনি কর্ম অনুসারে ফল দেয়। ৩ অক্টোবর শনি  নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে।  শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে শনি। শনি ১৫ নভেম্বর সরাসরি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। শনির সরাসরি গতি ৪ টি রাশির জাতকদের দ্বিগুণ সুবিধা দেবে।  এবার কালীপুজো পড়েছে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।  ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর, শুক্রবার ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো রাতের পুজো। তাই ৩১ অক্টোবরই পুজো হবে। আর এর ৪ দিন পর থেকেই ভাগ্য বদলাতে শুরু করবে ৪ রাশির। 


বৃষ রাশিফল
দীপাবলির পরে বৃষ রাশির জাতকদের  শনির সরাসরি গতি ইতিবাচক ফল দেবে। এই রাশির জাতকদের  জীবনে চলতে থাকা নানা সমস্যা আপনাআপনি সমাধান হতে শুরু করবে। শনির প্রভাবেই বৃষ রাশির জাতক জাতিকারা  ভালো খবর পেতে পারেন। এই ব্যক্তিরা ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন। 


মিথুন রাশিফল ​​
মিথুন রাশির জাতকদের জন্য শনির (Shani Margi 2024) প্রত্যক্ষ গতি শুভ প্রভাব ফেলবে। এই রাশির জাতকরা  ব্যবসায় সাফল্য পাবেন এবং আর্থিক সুবিধা পাবেন। এ ছাড়া জীবনে একের পর এক ভালো খবর পাওয়া যাবে। জীবনে সুখ এবং সমৃদ্ধি বাড়বে। স্বাস্থ্য সমস্যাগুলোও  


কুম্ভ রাশিফল ​​ 
শনির সরাসরি গতি কুম্ভ রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলবে। জীবনে এতদিন যা যা সমস্যা চলছিল, তা   আপনাআপনি সমাধান হতে শুরু করবে। কুম্ভ রাশির জাতকদের জীবনে অপ্রয়োজনীয় খরচ কমবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আর্থিক সংকট দূর হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। 


মীন রাশিফল 
শনির প্রত্যক্ষ গতি মীন রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল দেবে। এই রাশিতে যারা নতুন কাজ শুরু করতে চান , তারা এই সময়ে করতে পারেন। শনির শুভ প্রভাবের জন্য মীন রাশির জাতক জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় উন্নতি লাভ করবেন। পাশাপাশি অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে।  


আরও পড়ুন :


সোমবার কেমন কাটবে মেষ থেকে কন্যা রাশির?


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।